মহাশক্তিশালী প্রসেসর সহ 16 জিবির বিরাট র‍্যাম, কামাল দেখাতে বাজারে আসছে Oppo Find X7

ওপ্পো এ বছর মার্চ মাসে তাদের X-সিরিজের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি চীনা বাজারে লঞ্চ করেছে। এই লাইনআপে দুটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে – Oppo Find X6 এবং Oppo Find X6 Pro। বর্তমানে সংস্থাটি এই ডিভাইস দুটির উত্তরসূরি মডেলগুলিকে বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে। আর এখন একটি নতুন ওপ্পো ফোন বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চ (GeekBench)-এ উপস্থিত হয়েছে। হ্যান্ডসেটটি আদতে Oppo Find X7-এর প্রোটোটাইপ বলে মনে করা হচ্ছে। আসুন তাহলে এই বেঞ্চমার্ক সাইট থেকে ফোনটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Oppo Find X7-এর প্রোটোটাইপকে দেখা গেল Geekbench ডেটাবেসে

PHZ110 মডেল নম্বর সহ একটি ওপ্পো ফোন গিকবেঞ্চ ৬ (Geekbench 6)-এ তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী, এটি মিডিয়াটেক-এর আসন্ন ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর দ্বারা চালিত হবে৷ এই ফোনটিকে ওপ্পো ফাইন্ড এক্স৭-এর একটি প্রোটোটাইপ মডেল বলে মনে করা হচ্ছে। বেঞ্চমার্ক ডেটাবেসে এও উল্লেখ করা হয়েছে যে, ডিভাইসটি ১৬ জিবি র‍্যাম সহ আসবে এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে।

এছাড়া, গিকবেঞ্চ ৬ প্রকাশ করেছে যে ডাইমেনসিটি ৯৩০০-এ সর্বোচ্চ ৩.২৫ গিগাহার্টজ ক্লক স্পিডের কর্টেক্স-এক্স৪ প্রাইম কোর, ২.৮৫ গিগাহার্টজে রান করা তিনটি কর্টেক্স এক্স৪ পারফরম্যান্স কোর এবং ২ গিগাহার্টজ গতির চারটি কর্টেক্স এ৭২০ এফিসিয়েন্সি কোর সমন্বিত ১+৩+৪ আর্কিটেকচার থাকবে। এটি গ্রাফিক্সের জন্য ইম্মর্টালিস জি৭২০ এমসি১২ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, Oppo Find X7-এর প্রোটোটাইপ গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর টেস্টে ২,১৩৯ এবং মাল্টি-কোর টেস্টে ৭,১১০ স্কোর করেছে। Dimensity 9300-এর মাল্টি-কোর স্কোর আকষর্ণীয় হলেও, এর সিঙ্গেল-কোর স্কোর সম্প্রতি Galaxy S24 Ultra-এর সাথে গিকবেঞ্চ ৬-এ হাজির হওয়া প্রতিপক্ষ Qualcomm Snapdragon 8 Gen 3 (অঘোষিত) চিপের থেকে সামান্য কম।