ভারত ও বাংলাদেশে কম দামে নতুন ফোন আনছে Samsung, লঞ্চ হবে খুব তাড়াতাড়ি

স্যামসাং (Samsung) বর্তমানে Galaxy F-সিরিজের একঝাঁক নতুন স্মার্টফোনের কাজ করছে, যা শীঘ্রই বাজারে পা রাখতে পারে। SM-E136B/DS মডেল নম্বর যুক্ত Samsung Galaxy F15 5G সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ছাড়পত্র পেয়েছে। আবার, SM-E556/DS মডেল নম্বর বহনকারী Galaxy F55 5G বিআইএস ছাড়াও ওয়াই-ফাই অ্যালায়েন্স (Wi-Fi Alliance) সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েছে। আর এখন, একটি নতুন রিপোর্ট দাবি করেছে যে Samsung Galaxy F14 নামে একটি নতুন মডেল Galaxy A-সিরিজের এক স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসছে। গতকাল F-সিরিজের এই ফোনটিকে একটি ইউজার ম্যানুয়ালেও দেখা গিয়েছিল।

Samsung Galaxy F14 শীঘ্রই আসছে বাজারে

স্যামসাং গ্যালাক্সি এফ১৪ সম্প্রতি গুগল প্লে কনসোল (Google Play Console)-এর ডেটাবেসে ছবি এবং কিছু স্পেসিফিকেশন সহ হাজির হয়েছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে, এটি গ্যালাক্সি এ০৫এস-এর মতো একই ফোন, কিন্তু “স্যামসাং গ্যালাক্সি এফ১৪” নামেই আসবে। জানিয়ে রাখি, গত বছর সেপ্টেম্বরে স্যামসাং গ্যালাক্সি এ০৫এস লঞ্চ করা হয়েছিল।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, গুগল প্লে কনসোলের ডেটাবেস থেকে জানা গেছে যে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ কোয়ালকম (Qualcomm)-এর SM6225 চিপসেটে চলবে, যা স্ন্যাপড্রাগন ৬৮০-এর মডেল নম্বর। যেহেতু এটি একটি ফোর-জি প্রসেসর, তাই গ্যালাক্সি এফ১৪-ও ফাইভ-জি সাপোর্ট করবে না। এছাড়াও, গুগল প্লে কনসোলের লিস্টিংয়ে উল্লেখ করা হয়েছে যে ডিভাইসটিতে ফুলএইচডি+ (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) রেজোলিউশনের ডিসপ্লে থাকবে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

জানিয়ে রাখি, Samsung Galaxy A05s-এর মডেল নম্বর SM-A057F, আর আসন্ন Galaxy F14 4G SM-E145F মডেল নম্বর বহন করে। তবে ফোনটির একটি Galaxy M-সিরিজ ভ্যারিয়েন্টও রয়েছে বলে মনে করা হচ্ছে, যার নাম Samsung Galaxy M14 এবং মডেল নম্বর SM-M145F। উল্লেখ্য, Samsung Galaxy M14-এর সাপোর্ট পেজ সম্প্রতি ভারত ও বাংলাদেশে স্যামসাংয়ের ওয়েবসাইটে লাইভ হয়েছে, যা উক্ত দেশগুলিতে ফোনটির লঞ্চের ইঙ্গিত দেয়। M14 ভারতে অ্যামাজন (Amazon)-এর মাধ্যমে বিক্রির জন্য উপলব্ধ হতে পারে, আর Galaxy F14 লঞ্চের পর ফ্লিপকার্ট (Flipkart)-এ পাওয়া যেতে পারে।