ফ্রি-তে লাগান Airtel ব্রডব্যান্ড, বিলের উপর ১৫ শতাংশ ছাড়, লোভনীয় অফার সম্পর্কে জেনে নিন

ছয় মাস এবং বারো মাসের প্ল্যানে Airtel দিচ্ছে ডিসকাউন্ট

বর্তমানে আপনি যদি ব্রডব্যান্ড কানেকশন (Broadband connection) নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য একটি সুখবর আছে। এখন আপনি কোনো ইনস্টলেশন চার্জ (Installation charge) ছাড়াই বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন ইনস্টল করতে পারেন, এবং বাঁচাতে পারেন প্রায় ১৫০০ টাকা। শুধু তাই নয় আপনি যদি দীর্ঘ মেয়াদ সহ একটি প্ল্যান বেছে নেন তাহলে আরও ডিসকাউন্টও পেতে পারেন। আর এই সুবিধা আপনাকে দিচ্ছে এয়ারটেল এক্সট্রিম ফাইবার (Airtel X Streame Fiber)।

এয়ারটেল এক্সট্রিম ফাইবার হলো এয়ারটেলের ব্রডব্যান্ড শাখা। আর যেটি দীর্ঘমেয়াদি প্ল্যান কেনার জন্য তার গ্রাহকদের বিশেষ ছাড় দিচ্ছে। যদিও এই অফারটি নতুন অফার নয়। তবে আপনি যদি এয়ারটেলের নতুন গ্রাহক হন আর এই অফারটি সম্পর্কে আপনি না জেনে থাকেন, তাহলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ছয় মাস এবং বারো মাসের প্ল্যানে Airtel দিচ্ছে ডিসকাউন্ট

আপনি যদি এয়ারটেল ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার সময়, এয়ারটেলের ৬ বা ১২ মাসের প্ল্যান বেছে নেন। এবং একবারেই সম্পূর্ণ অর্থ প্রদান করেন, তাহলে মোট দামের উপর যথাক্রমে ৭.৫% এবং ১৫.৬ শতাংশ ছাড় পেয়ে যাবেন। তবে মনে রাখবেন এই অফারটি শুধুমাত্র প্রতি মাসে ৪৯৯ টাকা বা তার বেশি মূল্যের প্ল্যান গুলির ক্ষেত্রেই প্রযোজ্য।

কিভাবে Airtel Broadband কানেকশন বিনামূল্যে ইনস্টলেশন করবেন

কোনো গ্রাহক যদি এয়ারটেলের নতুন ব্রডব্যান্ড কানেকশন কিনে থাকেন এবং এক মাসের পরিষেবা বেছে নেন তাহলে তাকে ১৫০০ টাকা ইনস্টলেশন চার্জ দিতে হবে। কিন্তু তিনি যদি ৩ মাস, ৬ মাস অথবা ১২ মাসের কোন প্ল্যান বেছে নেন তাহলে তাকে কোনো ইনস্টলেশন চার্জ দিতে হবে না।

প্রসঙ্গত, Airtel XStreame Fiber এর প্রতিটি প্ল্যানের ডেটা লিমিট থাকে ৩.৩টিবি। আর দৈনিক ডেটা লিমিট শেষ হবার পর internet এর গতি কমে যায় ১ এমবিপিএস-এ। এছাড়া, Airtel XStreame Fiber কানেকশন নেওয়া গ্রাহকেরা পনেরশো টাকার রিফান্ডেবল সিকিউরিটি দিয়ে 4K OTT STB (সেট টপ বক্স)-ও নিতে পারেন। তবে এটা মনে রাখতে হবে যে, সেট টপ বক্সের ক্ষেত্রে ৩৬০ টাকার কমপক্ষে ১০ টি রিচার্জ সম্পূর্ণ করলে তবেই সিকিউরিটির টাকাটি ফেরত পাওয়া যাবে।