কিভাবে Telegram অ্যাপে আপনার লাস্ট সিন অন্যদের থেকে লুকিয়ে রাখবেন

হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি শর্তাবলী এবং নীতিমালা সামনে আসায় সবচেয়ে লাভবান হয়েছে Telegram বা Signal -এর মতো মেসেজিং প্ল্যাটফর্মগুলি। বিশেষত এই ক’দিনেই তাদের ইউজার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের পরিসংখ্যানেও টেলিগ্রামের ব্যাপক শ্রীবৃদ্ধির বিষয়টি স্পষ্ট। উল্লেখ্য Telegram একটি ক্লাউড নির্ভর মেসেজিং প্ল্যাটফর্ম যার নিজস্ব প্রাইভেসি শর্তাবলী রয়েছে। হোয়াটসঅ্যাপের মতো এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরাও নিজেদের ‘last seen’ এর সময়টিকে অপরের থেকে গোপন রাখতে পারেন। কয়েকটি সহজ নির্দেশ অনুসরণ করলেই এই ফিচারের সুযোগ গ্রহণ করা সম্ভব। আসুন কিভাবে টেলিগ্রামে লাস্ট সিন হাইড করা যায় জেনে নিই।

১। প্রথমে নিজের ডিভাইসে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।

২। এরপর স্ক্রিনের ওপরে বামদিকের হ্যামবার্গার মেনু ট্যাপ করুন।

৩। মেনু ওপেন হলে তারপর সেটিংস অপশনে ক্লিক করুন।

৪। এরপর Privacy & Security(প্রাইভেসি ও সিকিউরিটি) বিকল্পটি চয়ন করুন।

৫। এবার ‘Last seen’ অপশনে ক্লিক করুন। এর ফলে আপনার কন্ট্যাক্টের মধ্যে ঠিক কারা আপনার লাস্ট সিনের সময়টিকে দেখতে পাবেন তা নির্ধারণ সম্ভব হবে। এখানে আপনি মূলত তিনটি অপশন(Everybody / My Contacts / Nobody) দেখতে পাবেন। অন্য সকলের থেকে নিজের লাস্ট সিনের সময় গোপন করার জন্য এদের মধ্যে থেকে ‘Nobody’ বিকল্পটি বেছে নিতে হবে।

৬। এবার স্ক্রিনের উপরে ডানদিকে চেক মার্কে ক্লিক করুন। এরপর আপনার স্ক্রিনে একটি পপ-আপ মেসেজ ভেসে উঠবে – ‘You won’t be able to see Last Seen times for people with whom you don’t share your last seen time.Approximate last seen will be shown instead(recently, within a week, within a month).’

৭। এবার ‘Ok’ বাটনটি ট্যাপ করলেই আপনার লাস্ট সিনের সময়টি সকলের থেকে গোপন থাকবে।