Redmi 10 Prime-কে কড়া টক্কর দিতে Infinix Hot 11S আসছে MediaTek-এর এই প্রসেসরের সাথে

এ যেন আত্মপ্রকাশের আগেই শক্তিশালী প্রতিপক্ষ পেয়ে গেল Redmi 10 Prime৷ সেপ্টেম্বরের ৩ তারিখে রেডমির এই ফোনটি ভারতে অফিসিয়াল লঞ্চ হবে। সম্প্রতি গ্লোবাল মার্কেটে পা রাখা Redmi 10-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে এটি। রেডমির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা স্বীকার না করলেও, Redmi 10 Prime-কে টেক্কা দিতে ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে ঘোষণা করল Infinix। সামনের মাসে Infinix Hot 11S লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

Infinix Hot 11S আসছে MediaTek Helio G88 প্রসেসর সহ

তাৎপর্যপূর্ণ বিষয়, Redmi 10 Prime হ্যান্ডসেটে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেই MediaTek Helio G88 প্রসেসরের সাথে আগমন ঘটছে Infinix Hot 11S-এর। অর্থাৎ পারফরম্যান্সের ক্ষেত্রে সেয়ানে সেয়ানে টক্কর দেবে দুই ফোন।

ইনফিনিক্স জানিয়েছে, তারা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইনফিনিক্স হট ১১এস লঞ্চ করবে। নির্দিষ্টভাবে লঞ্চের দিন প্রকাশ করা হয়নি। এছাড়া ইনফিনিক্স হট ১১এস-এর অন্যান্য স্পেসিফিকেশন ও ফিচার খোলসা করেনি তারা।

প্রসঙ্গত, মোবাইল ফোটোগ্রাফির উপর বিশেষ নজর দিয়ে হেলিও জি৮৮ প্রসেসর লঞ্চ করেছিল মিডিয়াটেক। বাজেট এবং মিড-রেঞ্জ স্মার্টফোনে ব্যবহৃত হয় এই প্রসেসর। এতে মিডিয়াটেকের হাইপারইঞ্জিন ২.০ প্রযুক্তি রয়েছে৷ যা গেমিংয়ের জন্য সিপিইউ, জিপিইউ, এবং মেমরিকে অপ্টিমাইজ করতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন