বাজারে এল Kawasaki Ninja 400 এর 2021 ভার্সন, পাওয়া যাবে চারটি রঙে

Kawasaki তার জনপ্রিয় স্পোর্টস বাইক Ninja 400-এর 2021 ভার্সন চীনে লঞ্চ করেছে৷ বাইকে বড়সড় পরিবর্তনের বদলে কাওয়াসাকি শুধুমাত্র নতুন কালার স্কিম যোগ করার পথে হেঁটেছে৷ পুরোনো ভার্সনে মাত্র দু’টি কালার অপশনে বাইকটি বেছে নেওয়া যেত৷ নয়া ভার্সনে সেখানে অতিরিক্ত দুটি পেইন্ট অপশন যুক্ত হয়েছে৷

এগজিস্টিং মেটালিক স্পার্ক ব্লু/লাইম গ্রীন এবং  লাইম গ্রীন/ইবোনি (কেআরটি) পেইন্ট অপশনের পাশাপাশি কাওয়াসাকি ২০২১ নিনজা ৪০০ এখন মেটাল টোয়াইলাইট ব্লু ও মেটাল ডিপ গ্রে কালার অপশনে কেনা যাবে৷ গ্রীন/ইবোনি (কেআরটি) পেইন্ট অপশনে কাওয়াসাকির আকর্ষণীয় রেসিং টিম গ্রাফিক্স রয়েছে৷ অন্যান্য কালার অপশনে তুলনামূলকভাবে সুক্ষ্ম গ্রাফিক্স আছে যা বডি প্যানেল জুড়ে দৃশ্যমান৷ আবার কাওয়াসাকির সিগনেচার নিনজা গ্রীন কালার অনুপস্থিত থাকলেও  এগুলি নজর কাড়ার জন্য যথেষ্ট৷

কালার অপশন ছাড়া ২০২১ নিনজা ৪০০-এর নতুন ভার্সনে কোনোপ্রকার পরিবর্তন দেখা যাবে না৷ আগের মতোই মোটরসাইকেলটি ৩৯৯ সিসি-র প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিনে চলবে যা সর্বোচ্চ ৪৬ পিএস পাওয়ার ও সর্বাধিক ৩৭.২ এনএম টর্ক উৎপন্ন করে৷ এছাড়া পুরোনো মডেলের ৪৪ মিমি টেলিস্কোপিক ফোর্কস ও মনোশক, ৩১০ মিমি ফ্রন্ট ডিস্ক ও ২২০ মিমি রিয়ার ডিস্ক সহ বিভিন্ন হার্ডওয়্যার সামগ্রী নতুন মডেলে ধরে রাখা হয়েছে৷

কাওয়াসাকি ২০১৯ সালে সীমিত সংখ্যায় নিনজা ৪০০ বাইকটি ভারতে এনেছিল৷ সেই সময় এর এক্স-শোরুম দাম ছিল ৪.৯৯ লক্ষ টাকা৷ বিএস-৬ বিধি চালু হয়ে যাওয়ার পর কাওয়াসাকি বাইকটির নতুন ভ্যারিয়েন্টের ঘোষণা করেনি৷ ফলে নিনজা ৪০০-এর নয়া ভার্সন ভারতে আসবে কীনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন বর্তমান৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন