এবার তারযুক্ত হেডফোন পড়তে পারবে ফোনের নোটিফিকেশন, গুগল অ্যাসিস্ট্যান্ট আনলো আপডেট

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের একটি মজাদার এবং গুরুত্বপূর্ণ ফিচার হল গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant)। এই ফিচারটির সাহায্যে ইউজাররা কাজে ব্যস্ত থাকলে বা নিতান্তই অলস বোধ করলে, ডিভাইসে হাত না লাগিয়ে ভয়েস কমান্ডের সাহায্যে সেটি ব্যবহার করতে পারেন। এবার এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট পরিষেবাটির জন্য নতুন আপডেট আনল গুগল। এই আপডেটটি মূলত ওয়্যারড বা তারযুক্ত হেডফোনের সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য চালু করা হয়েছে।

কী আছে Google Assistant এর এই নতুন আপডেটে?

এখন থেকে ইউজাররা যখনই তাদের তারযুক্ত হেডফোন বা ইয়ারফোনটি ডিভাইসের সাথে ইউএসবি-সি পোর্ট কিংবা ৩.৫ মিলিমিটার জ্যাকের মাধ্যমে কানেক্ট করবেন, তখনই ওই অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্টের সেট আপের জন্য একটি পপ-আপ নোটিফিকেশন উপস্থিত হবে। এই সেটিংয়ের সাহায্যে তারযুক্ত হেডফোনগুলি নতুন নোটিফিকেশন পড়তে বা ভয়েস কমান্ড সিঙ্ক করতে সক্ষম হবে। ফলে, ইউজাররা ফোনটি আনলক না করেই পার্সোনাল রেজাল্ট, ক্যালেন্ডার ইনফরমেশন ইত্যাদি একাধিক নোটিফিকেশন জানতে পারবেন এবং ভয়েস কমান্ড দিতে পারবেন। এক্ষেত্রে ভয়েস কমান্ড দেওয়ার জন্য ইয়ারফোনের মাইক বা কল বাটনটি ব্যবহার করতে হবে। জানিয়ে রাখি, এই সেটিংসটি আগে থেকেই পিক্সেল ইউএসবি-সি বাডের জন্য উপলব্ধ ছিল।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই গুগল তার এই ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য একটি নতুন বৈশিষ্ট্য রোলআউট করেছিল, যা ইউজারদের অডিও মেসেজ রেকর্ড করতে এবং পাঠাতে সাহায্য করে। এই ফিচারটি ব্যবহার করে অডিও মেসেজ রেকর্ড করতে মাইক আইকনটি প্রেস করে রাখতে হবে না। এর জন্য ইউজারদের শুধুমাত্র “হে গুগল! সেন্ড অ্যান অডিও মেসেজ” বা “হে গুগল! সেন্ড অ্যান অডিও মেসেজ টু (কন্ট্যাক্ট নেম)…” ভয়েস কমান্ড দিতে হবে। এটি হোয়াটসঅ্যাপের মত বিভিন্ন থার্ড পার্টি অ্যাপে অডিও মেসেজ পাঠানোর জন্যও ব্যবহার করা যাবে।

এছাড়া, গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে স্মার্ট হোম ডিভাইসগুলি নিয়ন্ত্রণের জন্যও বিশেষ সাপোর্ট ফিচার রোলআউট করেছে টেক জায়ান্ট সংস্থাটি। এক্ষেত্রে ইউজাররা ‘টার্ন দ্য লাইটস অফ ইন ফাইভ মিনিট’ বা ‘টার্ন অন দ্য লিভিং রুম লাইটস ইন…” জাতীয় কমান্ড দিয়ে তাদের স্মার্ট হোম গ্যাজেটগুলি পরিচালনা করতে সক্ষম হবেন। অতএব, গুগল, ইউজারদের আধুনিক বা ডিজিটাল জীবনযাত্রায় আরও মশলা যোগ করতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই!