বড় স্ক্রিনের Smart TV কেনা যাবে সস্তাতে, পুজোর মুখে লঞ্চ হল 43 ও 55 ইঞ্চি মডেল, দাম 30 হাজারের কম

মূল্যবৃদ্ধির এই বাজারে সকলেই একটু সাশ্রয় করতে চান। সেক্ষেত্রে অন্যান্য কোনো বিষয়ে না হলেও, এবার বড় স্মার্ট টিভি (Smart TV) সস্তায় কেনার স্বপ্ন সহজেই পূরণ হবে। আসলে বাজারের চাহিদার সাথে তাল মিলিয়ে জনপ্রিয় কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড Blaupunkt দু-দুটি শক্তিশালী এবং বড় স্ক্রিন সাইজের স্মার্ট টিভি লঞ্চ করেছে। ক্রেতারা এই লেটেস্ট মডেলগুলি ৪৩ ইঞ্চি QLED এবং ৫৫ ইঞ্চি 4K Google TV-র বিকল্পে কিনতে পারবেন। এক্ষেত্রে দুটি লেটেস্ট টিভিতেই উন্নত মানের ইমেজ এবং সাউন্ড আউটপুট পাওয়া যাবে। আর এগুলির দাম পড়বে ৩০ হাজার টাকার কম। আসুন, এখন Blaupunkt-এর নতুন Smart TV দুটির দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদ জেনে নিই।

নতুন Blaupunkt Smart TV-র মূল্য, প্রাপ্যতা

উত্‍সবের মরসুমের আগে লঞ্চ হওয়া নতুন ব্লপাঙ্কট্ স্মার্ট টিভিগুলি একচেটিয়াভাবে ফ্লিপকার্ট (Flipkart)-এ বিক্রি হবে। এর ম ধ্যে ৪৩ ইঞ্চি টিভিটির দাম পড়বে ২৮,৯৯৯ টাকা, যেখানে ৫৫ ইঞ্চি ভ্যারিয়েন্ট কিনতে ৩৪,৯৯৯ টাকা খরচ হবে। এক্ষেত্রে আগ্রহীরা ICICI, Kotak, Axis ইত্যাদি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে টিভিদুটি কিনলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন।

Blaupunkt 43-inch Smart TV-র স্পেসিফিকেশন

নতুন ৪৩ ইঞ্চি ব্লপাঙ্কট্ টিভিটি সুন্দর কালো ডিজাইন বহন করবে। এটি কিউএলইডি ৪কে ডিসপ্লের সাথে আসে, যাতে এইচডিআর১০ প্লাস এবং ডলবি ভিশন সাপোর্ট আছে। সাউন্ড আউটপুটের জন্য এতে ৫০ ওয়াট স্পিকারের সাথে ডলবি অ্যাটমস, ডলবি ডিজিটাল প্লাস, ডিটিএস ট্রুস্রাউন্ড (DTS TrueSurround) প্রযুক্তিও দেওয়া হয়েছে। এর সাথে আছে ইন-বিল্ট ক্রোমকাস্ট (Chromecast) এবং এয়ারপ্লে (AirPlay)-এর বিকল্প, যার ফলে ইউজাররা হাজারের বেশি অ্যাপ সার্চ করতে সক্ষম হবেন। এক্ষেত্রে কানেক্টিভিটির জন্য এই টিভিটি ব্লুটুথ ৫.০ এবং ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই অফার করবে। মিলবে গুগল অ্যাসিস্ট্যান্ট এনাবেলড্ রিমোট কন্ট্রোলও।

Blaupunkt 55-inch Smart TV-র স্পেসিফিকেশন

ব্লপাঙ্কটে্র এই টিভিটিতেও ৪কে এইচডিআর১০ প্লাস ডিসপ্লে আছে। এতে বেজেললেস ডিজাইন এবং অ্যালয় স্ট্যান্ড দেখা যাবে। পারফরম্যান্সের জন্য টিভিটি গুগল টিভি ওএসের সাহায্যে কাজ করবে, সাথে থাকবে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ। এক্ষেত্রে সিনেম্যাটিক সাউন্ড কোয়ালিটির জন্য এতে ডিটিএস ট্রুসারাউন্ড প্রযুক্তিসহ এতে ৬০ ওয়াট স্টেরিও স্পিকার সিস্টেম রয়েছে। বিদ্যমান ইন-বিল্ট ক্রোমকাস্ট এবং এয়ারপ্লের মাধ্যমে এর ইউজাররা ১০ হাজারের বেশি অ্যাপ সার্চ করতে সক্ষম হবেন। আবার এটি কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ৫.০, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, তিনটি এইচডিএমআই পোর্ট এবং দুটি ইউএসবি পোর্ট অফার করবে। গুগল অ্যাসিস্ট্যান্ট এনাবেলড্ রিমোটের সাহায্যের এটিকে নেভিগেট করা যাবে।