Samsung Galaxy S সিরিজের ফোনে থাকবে না কোনো ফিজিক্যাল বাটন, এই বছর লঞ্চ হবে

Samsung গ্রাহক-বেসের ভিন্নতার উপর ভিত্তি করে একাধিক প্রাইজ-সেগমেন্টের অধীনে হ্যান্ডসেট এনে থাকে। যেমন, Galaxy S ফ্ল্যাগশিপ সিরিজ হল সংস্থাটির সর্বাধিক জনপ্রিয় ‘প্রিমিয়াম অফারিং’। যদিও, বিগত কয়েক বছরের মধ্যে আলোচ্য লাইনআপের অধীনে আসা মডেলগুলির মধ্যে ফিচারগত উন্নতি নজরে পড়লেও, ডিজাইন-কেন্দ্রিক বিশেষ কোনো বড় পরিবর্তন দেখতে পাইনি আমরা। যার দরুন S-সিরিজ মানেই সেই একঘেঁয়ে নকশা, এমন মনোভাব এসে গেছে গ্রাহকদের মধ্যে। তবে এই চিন্তাধারা বদলাতে এবার দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি আসন্ন Galaxy S মডেলগুলিতে কিছু আকর্ষণীয় পরিবর্তন আনার পরিকল্পনা করছে। জানা গেছে, Samsung আগামী দিনে এমন একটি নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট লঞ্চ করার কথা ভাবছে যাতে ফিজিক্যাল বাটন থাকবে না। আরো সোজা ভাষায় বললে, ভলিউম রকার বা পাওয়ার বাটনের মতো বিকল্প ছাড়াই স্মার্টফোন আনার কথা ভাবছে সংস্থাটি।

Samsung Galaxy S-সিরিজের স্মার্টফোনে থাকবে না ফিজিক্যাল বাটন

সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, স্যামসাং তাদের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস -এর অধীনে ২০২৫ সালের মধ্যে এমন একটি হ্যান্ডসেট লঞ্চ করার পরিকল্পনা করছে, যাতে কোনো ধরণের ফিজিক্যাল বাটন দেওয়া হবে না। এক্ষেত্রে আমাদের অনুমান, ডিজাইন-কেন্দ্রিক এই বড়সড় পরিবর্তনটি হয়তো গ্যালাক্সি এস২৫ সিরিজেই প্রথম দেখা যেতে পারে।

কিন্তু ভলিউম রকার-কী এবং পাওয়ার বাটন ছাড়া ডিভাইস নিয়ন্ত্রণ করার কি বিকল্প পথ অথবা বাটনগুলির কার্যকারিতা পূরণ কীভাবে করা হবে সেই তথ্য এখনো অজানা। বিশেষত, প্রয়োজনে ফোন বন্ধ বা পুনরায় চালু করতে হলে, তার জন্য কি বিকল্প অফার করা হবে ডিভাইসে সেই সম্পর্কেও কিছু জানা যায়নি। তবে স্যামসাং যদি এইসকল ফিজিক্যাল বাটন সরানোর পরিকল্পনা করে, তবে অবশ্যই সেগুলির বিকল্প সম্পর্কে চিন্তাভাবনা করেছে এবং ইতিমধ্যেই হয়তো সমাধানও বের করে থাকতে পারে৷ এই বিষয়ে আমাদের একটাই মত, ডিজাইনগত পরিবর্তন আনার এই ভাবনাটি অভিনব এবং কৌতূহল-উদ্দীপক হলেও, বাস্তবতার সাথে কতটা খাপ খাবে তা ভবিষ্যতই বলবে।

প্রসঙ্গত, অতীতে টেক জায়ান্ট অ্যাপল (Apple) তাদের ল্যাপটপে টাচ বার চালু করার সময় কী-বোর্ড থেকে এস্কেপ (Escape) বাটন সরিয়ে দিয়েছিল। যদিও গ্রাহকদের চাহিদার কাছে হার মেনে শেষ পর্যন্ত পুনরায় এই ফিজিক্যাল এস্কেপ-কী চালু করতে বাধ্য হয় টিম কুকের সংস্থাটি।

একইভাবে, HTC -ও এরকমই কিছু করার চেষ্টা করেছিল। যদিও সংস্থাটি সম্পূর্ণরূপে ফিজিক্যাল বাটন ডিভাইস থেকে সরিয়ে দেয়নি। এক্ষেত্রে, HTC U12+ স্মার্টফোনে মেকানিকাল বাটন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তাইওয়ানী সংস্থাটি। এই পরিবর্তনের বিষয়ে ইউজারের প্রতিক্রিয়া ইতিবাচক ভাল ছিল না এবং “এটি ফোনের নেতিবাচক দিকগুলির মধ্যে একটি ছিল” বলেও মত প্রকাশ করেছিল কিছু গ্রাহক।