Bounce Infinity: আগামিকাল বাউন্সের ইলেকট্রিক স্কুটার লঞ্চ, ৫০০ টাকার কমে রিজার্ভ করে নিন

স্কুটার ভাড়া দেওয়া স্টার্টআপ সংস্থা বাউন্স (Bounce) আগামীকাল নিজেদের তৈরি ইলেকট্রিক স্কুটার বাজারে আনছে। ই-স্কুটারটির নাম ইনফিনিটি (Infinity)। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামীকাল লঞ্চের পরেই ই-স্কুটারটির অফিসিয়াল বুকিং নেওয়া হবে ৷ যদিও এর রিজার্ভেশন চালু করা হয়েছে, খরচ হবে ৪৯৯ টাকা।

রিমুভেবল ব্যাটারি সমতে বা ব্যাটারি ছাড়া, দু’ভাবেই বাউন্স ইনফিনিটি (Bounce Infinity) ই-স্কুটার পাওয়া যাবে। একটি বৈদ্যুতিক গাড়ির মোট দামে ব্যাটারির খরচ প্রায় ৩০-৪০ শতাংশ। এর ফলে ব্যাটারিহীন স্কুটার কিনতে খরচও অনেক কম হবে। তাহলে স্কুটার চলবে কীভাবে? এই প্রসঙ্গে বলি, বাউন্সের ব্যাটারি সোয়াপিং স্টেশনে (battery swapping station) গিয়ে ব্যাটারি পাল্টে নেওয়া যাবে। খালি ব্যাটারির সঙ্গে চার্জড থাকা ব্যাটারি এক্সচেঞ্জ করার সময় একটি নির্দিষ্ট মূল্য গ্রাহকদের কাছ থেকে নেওয়া হবে।

বাউন্স ১০টি নতুন শহরের ৯০০টি জায়গায় তাদের ব্যাটারি সোয়াপিংয়ের পরিকাঠামোর বিস্তার ঘটাতে গুডবক্স, হেলোওয়ার্ল্ড-সহ কয়েকটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে। এছাড়াও পার্কপ্লাস (Park+)-এর সঙ্গে জোট বেঁধে ৩,৫০০ ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক গড়ে তুলবে বাউন্স।

ব্যাটারি ছাড়া বাউন্সের ইলেকট্রিক স্কুটারের দাম ৫০,০০০ টাকা এবং ব্যাটারি সমেত ৭৫,০০০ টাকার  কাছাকাছি হবে বলে আশা করা যায়। বৈদ্যুতিক স্কুটারগুলি রাজস্থানের ভিওয়ান্ডিতে তৈরি হবে। এখানে বাউন্সের কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১.৮০ লাখ ইউনিট। একইসঙ্গে সংস্থাটি দক্ষিণ ভারতে একটি ই-স্কুটার কারখানা তৈরির পরিকল্পনা করছে।