ওলেড ডিসপ্লের সাথে আসছে Xiaomi 13 ও Xiaomi 13 Pro, বেজেল হবে আরও সরু

শাওমি তাদের পরবর্তী প্রজন্মের Xiaomi 13 ফ্ল্যাগশিপ সিরিজটি শীঘ্রই বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। সংস্থা বর্তমানে এই লাইনআপে অন্তর্ভুক্ত Xiaomi 13 এবং 13 Pro মডেল দুটির ওপর কাজ করছে বলে জানা গেছে। চিপসেট মেকার কোয়ালকম (Qualcomm) আগামী মাসে অর্থাৎ নভেম্বরে তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 2 মোবাইল প্ল্যাটফর্মটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। কোয়ালকমের ঘোষণার পরেই, শাওমি Snapdragon 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত Xiaomi 13 এবং 13 Pro-এর ওপর থেকে পর্দা সরাবে বলে শোনা যাচ্ছে। আর এখন এক সুপরিচিত টিপস্টার Xiaomi 13 সিরিজের ডিভাইসগুলির ডিসপ্লে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এর একটি সাম্প্রতিক পোস্টে দাবি করেছেন যে, শাওমি ১৩-এ একটি চীন-ভিত্তিক ডিসপ্লে প্রস্তুতকারী সংস্থা দ্বারা নির্মিত কার্ভড-এজ ওলেড (OLED) প্যানেল থাকবে। তবে, এই ডিসপ্লে প্যানেলটি সিএসওটি (CSOT) না বিওই (BOE) সরবরাহ করবে, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, শাওমি ১৩ প্রো কার্ভড-এজ সহ স্যামসাং অ্যামোলেড ই৬ (AMOLED E6) ডিসপ্লের সাথে আসবে বলে জানা গেছে। টিপস্টার আরও বলেছেন যে, শাওমি ১৩ এবং ১৩ প্রো-এর বেজেলগুলি পূর্বসূরি শাওমি ১২ এবং ১২ প্রো-এর চেয়ে সরু হবে।

প্রসঙ্গত, এর আগে কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল যে, শাওমি ১৩-এ ৬.৬২ ইঞ্চির ডিসপ্লে থাকবে, আর প্রো মডেলটি ৬.৭ ইঞ্চির স্ক্রিনের সাথে আসবে। বেস মডেলে ১.৫কে (1.5K) রেজোলিউশন সাপোর্ট করতে পারে, আর উচ্চতর মডেলটি কোয়াড এইচডি+ রেজোলিউশন অফার করতে পারে। উভয় ফোনই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। শাওমি ১৩-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে, শাওমি ১৩ প্রো ফোনটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ ১-ইঞ্চি ক্যামেরা সেন্সর সহ আসতে পারে।

যদিও, Xiaomi 13-এর ব্যাটারির আকার এখনও জানা যায়নি। তবে, 13 Pro ৪,৮২০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দ্বারা চালিত হতে পারে। উভয় ফোনে যথাক্রমে ৬৭ ওয়াট এবং ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করতে পারে। এর মধ্যে, প্রো মডেলটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং অফার করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, Xiaomi 13 এবং Xiaomi 13 Pro মডেল দুটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক লেটেস্ট এমআইইউআই (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি, শাওমি চীনা বাজারের জন্য Redmi Note 12 সিরিজের লঞ্চের তারিখটি (২৭ অক্টোবর) নিশ্চিত করেছে। মনে করা হচ্ছে, Note 12 সিরিজটি উন্মোচিত হওয়ার কিছু দিন পর থেকেই Xiaomi 13 লাইনআপের টিজারগুলি প্রকাশ করতে শুরু করবে সংস্থা।