Realme V20 5G ডুয়েল রিয়ার ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম ১২ হাজার টাকার কম

একপ্রকার চুপিসারেই Realme তাদের ঘরেলু মার্কেটে লঞ্চ করলো Realme V20 5G নামের একটি নয়া স্মার্টফোন। এই ফোনকে অফলাইন বাজারের দিকে লক্ষ্য রেখে আনা হয়েছে বলে জানা গেছে। যার দরুন স্মার্টফোনটি বর্তমানে অনলাইনে কেনার জন্য অনুপলব্ধ। গত মে মাসে, 3C এবং TENAA-এর মতো চীনা সার্টিফিকেশন সাইটগুলিতে RMX3610 মডেল নম্বর সহ একটি Realme ফোনকে উপস্থিত হতে দেখা গিয়েছিল। তৎকালীন সময়ে, অনুমান করা হয়েছিল যে এটি Realme V21 5G হতে পারে। এখন দেখা যাচ্ছে মডেলটি প্রকৃতপক্ষে Realme V20 5G নামেই বাজারে এসেছে। ফিচার হিসাবে সংস্থার এই লেটেস্ট মডেলে, HD+ ডিসপ্লে প্যানেল, ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। চলুন এবার Realme V20 5G স্মার্টফোনের দাম ও বিশেষত্ব প্রসঙ্গে বিশদে জেনে নেওয়া যাক।

Realme V20 5G স্পেসিফিকেশন

রিয়েলমি ভি২০ ৫জি স্মার্টফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) LCD টিয়ার-ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। উক্ত ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে এতে, ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম বর্তমান। যদিও ভি-সিরিজের এই স্মার্টফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ওএস ব্যবহার করা হবে, নাকি এটি পুরনো অ্যান্ড্রয়েড ১১ ওএসে রান করবে তা এখনো স্পষ্ট নয়।

ফটোগ্রাফির জন্য, Realme V20 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এই ক্যামেরাগুলি হল, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ০.৩ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। আবার, সেলফি এবং ভিডিও কলের জন্য এই ডিভাইসে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

কানেক্টিভিটির কথা বললে, ভি-সিরিজ অধীনস্ত এই নয়া স্মার্টফোনে একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য Realme V20 5G -তে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সমর্থন করে। ডিভাইসটি ৮.১ মিমি পুরু এবং ওজনে প্রায় ১৮৪ গ্রাম।

Realme V20 5G দাম ও লভ্যতা

ভি-সিরিজের রিয়েলমি স্মার্টফোনগুলিকে চীনের বাইরে সি সিরিজের ডিভাইস হিসেবে আনা হয়। ফলে সদ্য আগত রিয়েলমি ভি২০ ৫জি -কে যদি বিশ্ব বাজারে লঞ্চ করা হয়, তবে এটি সি-সিরিজের অধীনে রি-ব্র্যান্ডেড ডিভাইস হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। দামের কথা বললে, রিয়েলমি ভি২০ ৫জি স্মার্টফোনকে ৯৯৯ ইউয়ান বা ভারতীয় মূল্যে প্রায় ১১,৬০০ টাকা প্রাইজ ট্যাগের সাথে নিয়ে আসা হয়েছে। এটি দুটি কালার ভ্যারিয়েন্টে এসেছে, যথা – স্টার ব্লু এবং ইঙ্ক ক্লাউড ব্ল্যাক।