Hero MotoCorp এর বাইক বুক করবেন ভাবছেন? আপনার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা

এ বছর অক্টোবরের প্রথম দিকে ভারতের বাজারে পা রেখেছিল Hero Xpulse 200 4V অ্যাডভেঞ্চার-ট্যুরার মোটরসাইকেল। এরইমধ্যে আজ বাইকটির বুকিং নেওয়া সাময়িকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করল প্রস্তুতকারী সংস্থা Hero MotoCorp। এই প্রসঙ্গে তারা টুইট মারফত জানিয়েছে যে, বর্তমানে বাইকটির ডেলিভারি দেওয়ার বিষয়টিকে অধিক প্রাধান্য দেওয়ার কারনেই এই সিদ্ধান্ত।

টুইটারে হিরো মোটোকর্প (Hero MotoCorp) বলেছে, “যে সকল রোমাঞ্চ সন্ধানী Xpulse 200 4V বাইকটি বুকিং করেছেন, ভালোবাসা প্রদর্শন করার জন্য তাঁদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের অ্যাডভেঞ্চারগুলি দেখার এবং শোনার জন্য আমাদের আর তর সইছে না। আমরা ৪৫ দিনের মধ্যেই ডেলিভারি দেওয়ার বিষয়টি অতি মনোযোগের সাথে নিশ্চিত করছি।”

সংস্থাটি যোগ করেছে, যে গ্রাহকরা প্রথমের দিকে বাইকটি বুকিং করেছিলেন, তাঁদেরকে আগামী ৪৫ দিনের মধ্যে এটি ডেলিভারি করা হবে। এবং বাকি গ্রাহকদের মোটরসাইকেল ডেলিভারির দিনক্ষণ সম্পর্কে পরবর্তী ঘোষণায় জানানো হবে।

উল্লেখ্য, ৪-ভাল্ভ সহ এক্সপাল্স ২০০-তে রয়েছে একটি ২০০ সিসি অয়েল কুল্ড ইঞ্জিন, যা আগের তুলনায় ৬ শতাংশ বেশি শক্তি উৎপন্ন করবে। এটি ৮,৫০০ আরপিএম গতিতে ১৯.১ পিএস শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন করে”

হিরো এক্সপালস ২০০ ৪ভি (Hero Xpulse 200 4V)-র উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে দীর্ঘ ট্রাভেলিং সাসপেনশন। এর ফ্রন্ট এবং রিয়ার সাসপেনশনের দৈর্ঘ্য যথাক্রমে ১৯০ মিমি এবং ১৭০ মিমি। এছাড়াও এর সামনের এবং পেছনের চাকার মাপ যথাক্রমে ২১ ইঞ্চি ও ১৮ ইঞ্চি। অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকটি তিনটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে – ট্রেইল ব্লু, ব্লিটজ ব্লু এবং রেড রেইড।