Redmi-র সেরা দশটি 4G ও 5G স্মার্টফোন দেখে নিন, দাম 15000 টাকার কম

স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে Redmi-র বয়স ৮ বছর হলেও, এই স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে Xiaomi-র সাব ব্র্যান্ডটি। মূলত সাশ্রয়ী দামে অ্যাডভান্স ফিচার অফার করার দৌলতে সংস্থাটি ক্রেতাদের মন জয় করতে সফল হয়েছে। উত্তরোত্তর বাড়তে থাকা চাহিদার ভিত্তিতে আজ আমরা সেরা ১০টি ‘বেস্ট’ ৪জি ও ৫জি কানেক্টিভিটির রেডমি স্মার্টফোনের প্রসঙ্গে আলোচনা করবো। এই তালিকায় সামিল থাকছে Redmi Note 10T 5G, Redmi Note 10S, Redmi 10 Prime, Redmi Note 10, Redmi 9, Redmi 9 Power, Redmi 9i, Redmi Note 9,Redmi Note 9 Pro এবং Redmi 9 Prime। এই স্মার্টফোনগুলিতে আপনারা কোয়াড বা ট্রিপল ক্যামেরা সেটআপ, এমআইইউআই কাস্টম ওএস এবং ৬,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি পেয়ে যাবেন। আর এই রেডমি ফোনগুলির দাম থাকছে ১৫,০০০ টাকার কম।

সেরা ১০টি Redmi স্মার্টফোনের তালিকা

Redmi Note 10T 5G: রেডমি নোট ১০টি ৫জি ফোনে আছে একটি ৬.৫০ ইঞ্চির (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ (MIUI 12) ওএস ভার্সনে চলবে। ফটোগ্রাফির জন্য ফোনে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

দাম: Redmi Note 10T 5G ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এটি ক্রোমিয়াম হোয়াইট, গ্রাফাইট ব্ল্যাক, মেটালিক ব্লু এবং মিন্ট গ্রিন কালারে পাওয়া যাবে।

Redmi Note 10S: মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর সহ আসা রেডমি নোট ১০এস ফোনে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ (MIUI 12.5) কাস্টম ওএস দ্বারা চালিত। ক্যামেরার কথা বললে এতে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দাম: Redmi Note 10S ফোনের ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এটি অ্যাকোয়া গ্রীন, ফ্রস্ট হোয়াইট এবং শ্যাডো ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Redmi 10 Prime: রেডমি ১০ প্রাইম স্মার্টফোনে ৬.৫০ ইঞ্চির (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে দেখা যাবে। এই হ্যান্ডসেটে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ (MIUI 12.5) ওএস ভার্সনে চলবে। ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে বললে ফোনে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

দাম: Redmi 10 Prime ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। এটি অস্ট্রাল হোয়াইট, বিফরেস্ট হোয়াইট এবং ফ্যান্টম ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Redmi Note 10: রেডমি নোট ১০ ফোনটি ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮জি প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ (MIUI 12) কাস্টস স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য এতে কোয়াড-রিয়ার ক্যামেরা (৪৮+৮+২+২ মেগাপিক্সেল) সেটআপ দেওয়া হয়েছে। একই সাথে সেলফি তোলার জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর। এতে ৫,০২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দাম: Redmi Note 10 ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এটি অ্যাকোয়া গ্রিন, ফ্রস্ট হোয়াইট এবং শ্যাডো ব্ল্যাক কালারে এসেছে‌।

Redmi 9: ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে সহ আসা রেডমি ৯ স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২ (MIUI 12) ওএস দ্বারা চালিত। ছবি তোলার জন্য ফোনের ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাব। এছাড়া থাকছে, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। এতে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি মিলবে।

দাম: Redmi 9 স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবিং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা। ফোনটি তিনটি কালারে এসেছে – কার্বন ব্ল্যাক, স্পোর্টি অরেঞ্জ এবং স্কাই ব্লু।

Redmi 9 Power: রেডমি ৯ পাওয়ার স্মার্টফোনে আছে ৬.৫৩ ইঞ্চির (১,০৮০x২,৩৪০ পিক্সেল) ডিসপ্লে। উন্নত পারফরম্যান্সের জন্য ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২ (MIUI 12) কাস্টম স্কিনে চলবে। ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে বললে ফোনে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দাম: Redmi 9 Power ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। ফোনটি ব্লেজিঙ ব্লু, ইলেকট্রিক গ্রীন, ফায়ারি রেড এবং মাইটি ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে।

Redmi 9i: অ্যান্ড্রয়েড ১০ ওএস চালিত রেডমি ৯আই স্মার্টফোনে ৬.৫৩ ইঞ্চির (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে এতে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ রিয়ার ক্যামেরা প্যানেল এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। থাকছে ফেস আনলক, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি এবং কম্পাস/ম্যাগনেটোমিটার সেন্সর। এতে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে।

দাম: Redmi 9i ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৭৯৯ টাকা। এটিকে মিডনাইট ব্ল্যাক, সি ব্লু এবং নেচার গ্রিন কালারে পাওয়া যাবে।

Redmi Note 9: রেডমি নোট ৯ স্মার্টফোনে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৩৪০ পিক্সেল) ডিসপ্লে আছে। থাকছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১১ (MIUI 11) কাস্টম স্কিন দ্বারা চালিত হবে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে দেখা যাবে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত একটি কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর। এতে ৫,০২০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

দাম: Redmi Note 9 ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। এটিকে অ্যাকোয়া গ্রিন, আর্কটিক হোয়াইট, পেবল গ্রে এবং স্কারলেট রেড কালারে পাওয়া যাবে।

Redmi Note 9 Pro: রেডমি নোট ৯ প্রো স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে। এটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১১ (MIUI 11) কাস্টম ওএস-এ চালিত হবে। ক্যামেরার কথা বললে এতে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম: Redmi Note 9 Pro ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। অরোরা ব্লু, শ্যাম্পেন গোল্ড, গ্লাসিয়ার হোয়াইট এবং ইন্টারস্টেলার ব্ল্যাক কালারে ফোনটি পাওয়া যাবে।

Redmi 9 Prime: রেডমি ৯ প্রাইম স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫৩ ইঞ্চির (১,০৮০x২,৩৪০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। ফোনে মিডিয়াটেক হেলিও জি৮০ এসওসি ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১১ (MIUI 11) ওএস ভার্সনে রান করবে। ফোনে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ৫,০২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দাম: সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (mi.com) অনুযায়ী, Redmi 9 Prime ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। ফোনটি ক্রোমিয়াম হোয়াইট, গ্রাফাইট ব্ল্যাক, মেটালিক ব্লু এবং মিন্ট গ্রিন কালারে বেছে নেওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন