7,500 টাকায় কিনে ফেলুন স্মার্ট ফিচার যুক্ত নতুন Honda Activa

গত সোমবার অর্থাৎ ২৩ জানুয়ারি স্মার্ট কি (Smart Key) ফিচার সহ ভারতের বাজারে লঞ্চ হয়েছে Honda Activa। যার দাম ৭৪,৫৩৬ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। নতুন স্কুটারটি বেশ কিছু বৈশিষ্ট্যের সঙ্গে হাজির হয়েছে। বর্তমানে নতুন মডেলটি লঞ্চের পর তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ হয়েছে Honda Activa 6G – STD, DLX ও H-Tech।

হোন্ডা অ্যাক্টিভা স্ট্যান্ডার্ড, ডিলাক্স এবং স্মার্ট ভ্যারিয়েন্ট তিনটির মূল্য যথাক্রমে – ৭৪৫৩৬ টাকা ৭৭,০৩৬ টাকা এবং ৮০,৫৩৭ টাকা (এক্স-শোরুম)। এই স্কুটারটি মাসিক কিস্তির বিকল্পে কেনার কথা মনস্থির করে থাকলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

ইএমআই অপশনে কেনার ক্ষেত্রে সুদের হার ১০% এবং লোন পরিশোধের সময়সীমা দু’বছর ধরে আলোচনা করা হল। ৮৬,৪৫৫ টাকা অন-রোড মূল্যের Activa Standard ট্রিম কেনার ক্ষেত্রে ৭,৫০০ টাকা ডাউনপেমেন্ট করলে মাসে মাসে কিস্তির পরিমাণ দাঁড়াবে ৩,৬৪৩ টাকা।

এছাড়া, Activa Deluxe (অন-রোড মূল্য ৮৮,০২৭ টাকা)-এর জন্য এককালীন ৮,০০০ টাকা জমা করলে প্রতি মাসে ৩,৬৯৩ টাকা গুণতে হবে। আবার ৯৩,২৩৮ টাকা অন-রোড দামের Activa Smart বাড়ি নিয়ে আসার জন্য ৯,০০০ টাকা ডাউনপেমেন্ট করলে মাস মাস ইএমআই হিসেবে ৩,৮৮৭ টাকা জমা করতে হবে।