লঞ্চ হল Samsung Galaxy S23, Galaxy S23+, S23 Ultra, 200MP ক্যামেরা সহ রয়েছে অনেক কিছু, দাম দেখে নিন

Samsung Galaxy S23 সিরিজ আজ বুধবার Galaxy Unpacked ইভেন্টে লঞ্চ হল। এই সিরিজের অধীনে তিনটি ফোন এসেছে Samsung Galaxy S23, Galaxy S23+, Galaxy S23 Ultra। এই প্রিমিয়াম সিরিজের মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, যা শেষের মডেলটিতে দেওয়া হয়েছে। আবার এই লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ও ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে সহ এসেছে। Samsung Galaxy S23 সিরিজে প্রথমবার কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ ব্যবহার করা হয়েছে।

Samsung Galaxy S23, Galaxy S23+, Galaxy S23 Ultra Price (স্যামসাং গ্যালাক্সি এস২৩, গ্যালাক্সি এস২৩ প্লাস, গ্যালাক্সি এস২৩ আল্ট্রা এর দাম)

স্যামসাং গ্যালাক্সি এস২৩ ও গ্যালাক্সি এস২৩ প্লাস এর দাম শুরু হয়েছে যথাক্রমে ৭৯৯.৯৯ ডলার (প্রায় ৬৫,৫০০ টাকা) ও ৯৯৯.৯৯ ডলার (প্রায় ৮১,৯০০ টাকা) থেকে। ফোনগুলি ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আবার বেস মডেলের একটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও রয়েছে।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের ভারতে দাম শুরু হয়েছে ১১৫,০০০ টাকা থেকে। এই মূল্য ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।

তিনটি ফোনই ফ্যান্টম ব্ল্যাক, ক্রিম, গ্রীন ও ল্যাভেন্ডার কালার অপশনে পাওয়া যাবে। এগুলি এখন প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আর আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে Samsung Galaxy S23 সিরিজের সেল শুরু হবে।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ স্পেসিফিকেশন (Samsung Galaxy S23 Specifications)

স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনে আছে ৬.১ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এই রিফ্রেশ রেট ৪৮ হার্টজ পর্যন্ত কমানো যাবে। আবার গেম মোডে এর টাচ স্যাম্পলিং রেট হবে ২৪০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। স্যামসাং গ্যালাক্সি এস২৩ অ‌্যান্ড্রয়েড ১৩ বেসড ওয়ানইউআই ৫.১ কাস্টম স্কিনে চলবে। এটি ৮ জিবি র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Samsung Galaxy S23 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে,যা ৮০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ অফার করবে। ফোনের রিয়ার ক্যামেরা ৩০ এফপিএস (ফ্রেম পার রেট)-এ ৮কে ভিডিও রেকর্ড করতে পারবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S23 ফোনে ৩৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ৩০ মিনিটের চার্জে ফোনটির ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে বলে কোম্পানি দাবি করেছে। এই ফোনে ওয়্যারলেস পাওয়ারশেয়ার (Wireless PowerShare) ফিচার উপস্থিত, যা অন্যান্য ফোনকেও চার্জ করতে সাহায্য করবে। কানেক্টিভিটির জন্য এতে 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ সি পোর্ট সামিল রয়েছে।

আবার Samsung Galaxy S23 জল ও ধুলো প্রতিরোধী আইপি৬৮ রেটিং সহ এসেছে। এতে পাওয়া যাবে স্যামসাং নক্স সিকিউরিটি। ফোনটির পরিমাপ ১৭০.৯ x ১৪৬.৩ x ৭.৬মিমি এবং ওজন ১৬৮ গ্রাম।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস স্পেসিফিকেশন (Samsung Galaxy S23+ Specifications)

স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস ফোনের অনেক ফিচার গ্যালাক্সি এস২৩ এর মতো। এতে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে দেওয়া হয়েছে। এতেও পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ এর প্রোটেকশন। এর প্রসেসর, স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং সফটওয়্যার বেস মডেলের মতো।

আবার Samsung Galaxy S23+ ফোনের ক্যামেরাও Galaxy S23 এর মতো। এতেও এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। তবে ফোনটির ব্যাটারি ও চার্জিং ক্ষমতা ভিন্ন। এই ফোনে‌ পাওয়া যাবে ৪৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি, যা ৩০ মিনিটে ৬৫ শতাংশ ফোন কে চার্জ করতে পারে। আবার এই ডিভাইসে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এর পরিমাপ ৭৬.২ x ১৫৭.৮ x ৭.৬ মিমি ও ওজন ১৯৬ গ্রাম‌।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা স্পেসিফিকেশন (Samsung Galaxy S23 Ultra Specifications)

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা এই সিরিজের সব চেয়ে প্রিমিয়াম মডেল। এই ফোনে ৬.৮ ইঞ্চি এজ কোয়াড এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে দেখা যাবে, যা ১-১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করবে। এই ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের কাস্টম ভার্সন ব্যবহার করা হয়েছে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S23 Ultra ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার লেন্স ও ৮৫ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ প্রাইমারি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ৩এক্স অপটিক্যাল জুম সাপোর্ট সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ১০এক্স অপটিক্যাল জুম সাপোর্ট সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো শুটার। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটি অপশনের কথা বললে, Samsung Galaxy S23 Ultra ফোনে 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬ই, ওয়াই-ফাই ডাইরেক্ট, ব্লুটুথ ৫.৩ ও ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। আবার এর সাথে এস পেন স্টাইলাস দেওয়া হয়েছে। আবার ডিভাইসটি নক্স সিকিউরিটি ও নক্স ভল্টি সাপোর্ট সহ এসেছে। এই ফোনে আইপি৬৮ রেটিং সহ এসেছে।

Samsung Galaxy S23 Ultra ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া এতে রয়েছে ১৫ ওয়াট চার্জিং স্পিড সহ ওয়্যারলেস চার্জিং ২.০ সাপোর্ট। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, ২০ মিনিটের চার্জে ফোনটির ৬৫ শতাংশ চার্জ হয়ে যাবে। এই ফোনের পরিমাপ ৭৮.১ x ১৬৩.৪ x ৮.৯মিমি এবং ওজন ২৩৪ গ্রাম।