পকেটে নিয়ে ঘোরা যাবে! ফোনের সাথে ল্যাপটপও চার্জ করতে পারবে নতুন Xiaomi Power Bank Pocket Edition Pro

কম্প্যাক্ট ডিজাইনের সাথে Xiaomi তাদের দেশীয় বাজারে লঞ্চ করল Power Bank Pocket Edition Pro। এই নয়া পাওয়ার ব্যাঙ্ক গত বছর লঞ্চ হওয়া Mi Power Bank 3 Pocket Edition এর সাক্সেসর ভার্সন হিসেবে এসেছে। নবাগত পাওয়ার ব্যাঙ্কে পূর্বসূরির অনুরূপ ১০,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। যদিও, ডিভাইসটির পাওয়ার সাপ্লাই ২২.৫ ওয়াট থেকে বাড়িয়ে ৩৩ ওয়াট করা হয়েছে। বিশেষত্বের কথা বললে, Xiaomi Power Bank Pocket Edition Pro দিয়ে মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ, এমনকি ভিডিও কনসোলও চার্জ করা যাবে। এছাড়া, সাইজে ছোট হওয়ায় এটি পকেটে রেখে ঘোরা যাবে। আসুন Xiaomi Power Bank Pocket Edition Pro এর দাম ও সমস্ত ফিচার জেনে নেওয়া যাক।

Xiaomi Power Bank Pocket Edition Pro দাম

শাওমি পাওয়ার ব্যাঙ্ক পকেট এডিশনের দাম ১৯৯ ইউয়ান বা ভারতীয় মুদ্রায় প্রায় ২,৩২০ টাকা। এটি হোয়াইট ও ব্লু কালারে পাওয়া যাবে। আন্তর্জাতিক বাজারে এই পাওয়ার ব্যাঙ্কটি হয়তো ভিন্ন নামে লঞ্চ হতে পারে।

Xiaomi Power Bank Pocket Edition Pro স্পেসিফিকেশন

এমআই ব্যাঙ্ক ৩ পকেট এডিশনের (মডেল নম্বর : PB1022ZM) উত্তরসূরি শাওমি পাওয়ার ব্যাঙ্ক পকেট এডিশন প্রো (মডেল নম্বর : PB1030ZM) -কে কার্ভি ডিজাইন ও গ্লসি ফিনিশিংয়ের সাথে নিয়ে আসা হয়েছে। পূর্বসূরির মতো এই নয়া পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারি ক্যাপাসিটিও ১০,০০০ এমএএইচ। তবে বেশ কয়েকটি পার্থক্যও দেখা যাবে। যেমন, এটি ২২.৫ ওয়াটের পরিবর্তে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার, পূর্ববতী মডেলের ন্যায় এতে চারটি পোর্টের (২টি ইউএসবি টাইপ-এ, ইউএসবি টাইপ-সি, মাইক্রোএসডি স্লট) বদলে দুটি কানেক্টিভিটি পোর্ট (ইউএসবি টাইপ-সি, ইউএসবি টাইপ-এ) পাওয়া যাবে।

কম্প্যাক্ট সাইজের এই পাওয়ার ব্যাঙ্কের বাহ্যিক বডি স্ট্রাকচার PC + ABS উপাদান দিয়ে তৈরী। শাওমির পোর্টেবল চার্জারটি ইউএসবি পিডি (পাওয়ার ডেলিভারি) এর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই এটি মোবাইল, ল্যাপটপ, সহ ভিডিও গেম কনসোলও চার্জ করার ক্ষমতা রাখে। ডিভাইসটির রিটেল বক্সে একটি ইউএসবি টাইপ-সি থেকে ইউএসবি টাইপ-সি বা টাইপ-এ কানেক্টেড ২-ইন-১ কেবল থাকবে। পরিশেষে, দুটি পোর্ট বাদ দেওয়ার পরও Xiaomi Power Bank Pocket Edition Pro এর পরিমাপ ১০৫x৫৫.৮x২৫.৫ মিমি। আবার এর ওজন ২১৩ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন