প্রথম সেলে বাম্পার ছাড়, ১৯ হাজার টাকা পর্যন্ত সস্তা Vivo -র ৫০ এমপি সেলফি ক্যামেরার ফোন

গত ১৫ই সেপ্টেম্বর ভারতের বাজারে পা রেখেছিল Vivo V25 5G। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ২০ই সেপ্টেম্বর ঠিক দুপুর ১২টা থেকে ফোনটিকে ই-কমার্স সাইট Flipkart এবং Vivo E-store -এর মাধ্যমে প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ করা হবে। সর্বোপরি, ফার্স্ট সেলেই আলোচ্য মডেলটিকে বিশাল ডিসকাউন্ট প্রাইজে গ্রাহকদের জন্য উপলব্ধ করার ঘোষণা করেছে Vivo। সাথে, ব্যাঙ্ক কার্ড অফার, এক্সচেঞ্জ বোনাস এবং ইএমআই বিকল্পের সুবিধাও পাওয়া যাবে। বিশেষত্বের প্রসঙ্গে বললে, প্রিমিয়াম ডিজাইনের এই নয়া হ্যান্ডসেটটি কালার চেঞ্জিং ফ্লোরাইট এজি ব্যাক প্যানেল সহ এসেছে। এছাড়া এতে – ৯০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ AMOLED ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট, ৬৪ মেগাপিক্সেল OIS নাইট রিয়ার শুটার, ৫০ মেগাপিক্সেল AI AF সেলফি ক্যামেরা, লিকুইড কুলিং সিস্টেম এবং ফাস্ট চার্জিং সমর্থিত ৪,৫০০ এমএএইচের ব্যাটারি পাওয়া যাবে। চলুন সদ্য লঞ্চের মুখ দেখা Vivo V25 5G স্মার্টফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ভিভো ভি২৫ ৫জি ফোনের দাম ও সেল অফার (Vivo V25 5G Price and Sale Offer)

ভিভো ভি২৫ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৩১,৯৯৯ টাকার প্রাইজ ট্যাগের সাথে এসেছে। এটিকে – এলিগেন্ট ব্ল্যাক ও সার্ফিং ব্লু কালার অপশনে পাওয়া যাবে।

সেল অফারের কথা বললে, ভিভো ভি২৫ ৫জি স্মার্টফোনকে HDFC, ICICI অথবা SBI ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে কিনলে ২,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা। আবার পুরানো মোবাইল আপগ্রেড করে এই নয়া স্মার্টফোন কিনলে ১৯,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা উপলব্ধ থাকছে। এছাড়া আপনারা যারা একসাথে পুরো টাকা পেমেন্ট করতে চান না, তারা মাসিক ৪,৬৬৭ টাকার নো-কস্ট ইএমআই অপশনের লাভ ওঠাতে পারেন। উক্ত ফোনকে ভিভো ই-স্টোর, ফ্লিপকার্ট ও অন্যান্য রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে।

ভিভো ভি২৫ ৫জি -এর স্পেসিফিকেশন ও ফিচার (Vivo V25 5G Specifications & Features)

ভিভো ভি২৫ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৪৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৪ পিক্সেল) AMOLED ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিন দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে ডিভাইসে, ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত রম পাওয়া যাবে। যদিও সংস্থার বিবৃতি অনুযায়ী – এতে এক্সটেন্ডেড র‌্যাম ৩.০ ফিচার সাপোর্ট করে, যা সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম বাড়াবে‌। তদুপরি, সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য Vivo V25 5G ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৭৯ অ্যাপারচার ও OIS (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন) টেকনোলজি সমর্থিত ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর, এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে আই অটোফোকাস ও এফ/২.০ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেলফি সেন্সরটি ভ্লগ মোড সমর্থন করে।

অন্যন্য ফিচারের কথা বললে, আলোচ্য ভিভো হ্যান্ডসেটটি গেম বুস্ট মোড, লিকুইড কুলিং সিস্টেম এবং ৪ডি গেম ভাইব্রেশন সাপোর্ট সহ এসেছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V25 5G স্মার্টফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৪৪ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর ওজন ১৮৬ গ্রাম।