Realme X7 এবং Realme X7 Pro ফোনের জন্য আসছে অ্যান্ড্রয়েড ১১ আপডেট

গতমাসে ভারতে লঞ্চ হয়েছে Realme X7 সিরিজ। এই সিরিজে Realme X7 এবং Realme X7 Pro.নামে দুটি ফোন ছিল। এই বছর ফেব্রুয়ারিতে বাজারে আসা (ভারতে) সত্ত্বেও ফোনগুলি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক (Android 10) রিয়েলমি ইউআই-এ চলে। এই কারণে অনেক ফ্যানই রিয়েলমির প্রতি অসন্তুষ্ট ছিলেন। তবে ইউজারদের খুশি করতে কোম্পানির তরফে গতকালই জানিয়ে দেওয়া হয়েছে ঠিক কখন রিয়েলমি এক্স৭ এবং রিয়েলমি এক্স৭ প্রো ফোন দুটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ (Android 11 Based Realme UI 2.0) আপডেট পাবে।

রিয়েলমি ইউআই ২.০ এর আপডেটের টাইমলাইন অনুযায়ী, এই দুটি ফোনের জন্য বছরের দ্বিতীয় কোয়ার্টারে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক বিটা আপডেট রোল আউট করা হবে। অর্থাৎ সহজ ভাষায় ফোনগুলিতে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই আপডেট চলে আসবে। এর কয়েকমাস পরে স্টেবল আপডেট পাবে ফোনগুলি।

Realme X7 এর কথা বললে, এই ফোনের দাম শুরু হয়েছে ১৯,৯৯৯ টাকা থেকে। এতে পাবেন ৫০ ওয়াট ডার্ট চার্জিং সাপোর্ট,  ৪,৩১০ এমএএইচ ব্যাটারি, ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ ইউ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও  ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আবার Realme X7 Pro ফোনটি ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সহ। এছাড়াও এই ফোনে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মিডিয়াটেক ১০০০ প্লাস প্রসেসর, ৬৫ ওয়াট সুপার ডার্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের দাম ২৯,৯৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন