ভারতে আসছে Realme X7 5G, ৬৪ এমপি ক্যামেরার সাথে থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট

Realme X7 5G ফোনটির ভারতে লঞ্চ হওয়া এখন মাত্র কিছু সময়ের অপেক্ষা! আজ্ঞে হ্যাঁ, চীনের পরে ভারতেও যে খুব তাড়াতাড়ি রিয়েলমি এক্স৭ সিরিজের ফোন লঞ্চ করা হবে, তা রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ নিজেই টুইট করে জানিয়েছিলেন। এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই রিয়েলমি এক্স৭ ৫জি ফোনটি ভারতে বিআইএস সার্টিফিকেশন লাভ করলো। ফোনটিকে RMX2176 মডেল নম্বরে BIS সাইটে দেখা গিয়েছে। ফলে ভারতে রিয়েলমি এক্স৭ সিরিজের নিশ্চিত লঞ্চ ডেট সম্পর্কে কোন ঘোষণা না হলেও, আমাদের অনুমান ফোনটি ২০২১ সালের প্রথম দিকেই ভারতের বাজারে চলে আসবে। উল্লেখ্য, চীনে Realme X7 সিরিজে দুটি ফোন লঞ্চ হয়েছিল, যেগুলি হল রিয়েলমি এক্স৭ ও রিয়েলমি এক্স৭ প্রো। ভারতে দুটি ফোনই আসবে কিনা সে সম্পর্কে যদিও সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে যদি আসে তাহলে ফোনগুলি মিড-রেঞ্জ প্রাইস সেগমেন্টে আসবে। সেক্ষেত্রে ভারতে মিড-রেঞ্জ মূল্যের ফোনগুলির মধ্যে রিয়েলমি এক্স৭ সিরিজই সর্বপ্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর ব্যবহার করা হবে।

Realme X7 5G ফোনের স্পেসিফিকেশন

চীনে Realme X7 ফোনটি কে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে প্রকাশ্যে আনা হয়। এর পাঞ্চ-হোল ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া এটি ৮+ ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ এসেছে।

ক্যামেরার কথা বলতে গেলে রিয়েলমি এক্স৭ সিরিজের দুটি ফোনেই কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এর প্রাইমারি সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের B&W সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১০ নির্ভর কোম্পানির নিজস্ব ইউআই দ্বারা পরিচালিত রিয়েলমি এক্স৭ ফোনে আছ ৪৩০০ এমএএইচের ব্যাটারি, যার সাথে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অন্যদিকে Realme X7 Pro এর কথা বলে, এই ফোনের স্পেসিফিকেশনের সঙ্গে Realme X7 এর ফিচারের মিল রয়েছে। কেবল এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ চিপসেটের বদলে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেটও Vanilla ভ্যারিয়েন্টের তুলনায় বেশী (১২০ হার্টজ)। প্রো মডেলটি ৪,৫০০ এমএএইচের ব্যাটারি সহ লঞ্চ হয়েছে হয়েছে।