Zapp i300: লঞ্চ হল পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরি ইলেকট্রিক স্কুটার, একচার্জে চলবে ৬০ কিমি

ক্রমবর্ধমান তেলের দামের কারণে নাভিশ্বাস ছুটছে প্রত্যেক ভারতবাসীর, এই বাড়তি দামের কোন সুরাহা আপাতভাবে না মিললেও মানুষ বিকল্প উপায় বেছে নিতে চাইছে জীবন ও সিদ্ধান্তের ক্ষেত্রে। তেমনই এক বিকল্প পথ হল বিদ্যুৎ চালিত গাড়ি বা মোটরবাইক। সম্প্রতি আমরা Ola S সিরিজ, Simple One সহ অনেকগুলি বৈদ্যুতিক দু’চাকার গাড়ি লঞ্চ হতে দেখেছি, এর মধ্যে কিছু আন্তর্জাতিক মডেলের গাড়িও ছিল। কিন্তু এবার ইলেকট্রিক গাড়ির জগতে বিপ্লব ঘটাতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটার Zapp i300। ব্রিটিশ অটোমোবাইল সংস্থা Zapp, প্রায় সম্পূর্ণ স্কুটারটিকেই পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরী করেছে। আসুন জেনে নেওয়া যাক, স্কুটারটির দাম এবং ফিচার।

Zapp i300 স্কুটারটির ফিচার

Zapp i300 ইলেকট্রিক স্কুটারটির বাইরের অংশ অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করে ইংরেজি বর্ণমালার ‘Z’ এর মত ডিজাইন দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, স্কুটারটির ওজন মাত্র ৯২ কেজি। পাশাপাশি, স্কুটারটিতে দুটি রিমুভেবল ১.৪ কিলোওয়াটের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার প্রত্যেকটির ওজন ৬ কেজি এবং এই ব্যাটারি দুটি ফ্লোর বোর্ডে স্থাপিত হওয়ার কারণে মাধ্যাকর্ষণ টান হ্রাস করেছে, যার ফলে স্কুটারটি বাড়তি ব্যালেন্স প্রদান করবে।

Zapp i300 স্কুটারের বৈদ্যুতিক মোটরটি ১৮ কিলোওয়াট শক্তি এবং ৮৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে, যার সাহায্যে মাত্র ২.৩৫ সেকেন্ডে ০ থেকে ৫০ কিমি/ঘন্টা গতি এবং মাত্র ৪.১সেকেন্ডে ০ থেকে ৭০ কিলোমিটার গতি তুলতে পারে স্কুটারটি। এটি ফুল চার্জে ৬০ কিমি পর্যন্ত চলতে পারে। স্কুটারটির অন্যতম বৈশিষ্ট্য হল, মনোশক ও বেল্ট ড্রাইভ যা অ্যালমিয়ামের সুইংআর্মের সাথে সংযুক্ত। এছাড়াও, উভয় চাকাতেই দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক।

Zapp i300 স্কুটারটি একটি সম্পূর্ণ ডিজিটাল ড্যাশবোর্ডের সাথে এসেছে। একাধিক রাইডিং মোড, অপশনাল ড্যাসক্যাম এবং জিপিএস ট্র্যাকিং রয়েছে এতে। এছাড়া, সিটের নীচে মডিউলার কার্বন ফাইবার নির্মিত স্টোরেজ স্পেস আছে, যেখানে আপনি হেলমেট এবং টুকিটাকি জিনিস রাখতে পারবেন।

Zapp i300 স্কুটারটির দাম

Zapp i300 স্কুটারটির দাম শুরু হয়েছে ৬৩০০ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৪৯ লক্ষ টাকা) থেকে। পাশাপাশি, যদি পেইন্ট স্কিম, গ্রাফিক্স, সিট অপশন ও অন্যান্য সুবিধা পেতে চাইলে টাকার অঙ্ক আরো বাড়বে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন