I&B ministry: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নাম রাখা হল ‘এলন মাস্ক’

আজ, অর্থাৎ বুধবার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (I&B ministry) অফিসিয়াল টুইটার হ্যান্ডেলটি হ্যাক করা হয়েছে বলে মনে হচ্ছে। বেশ কয়েকজন সাংবাদিক টুইট করে জানিয়েছেন যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে “এলন মাস্ক” (Elon Mask) করা হয়েছে। শুধু তাই নয়, টাইমলাইনে বেশ কয়েকটি টুইটও করা হয়েছে, যাতে জনগণকে একটি লিঙ্কে ক্লিক করার আহ্বান জানানো হয়েছে। হ্যাকাররা অ্যাকাউন্টের নামের ফন্টও পরিবর্তন করেছে।

উল্লেখ্য, গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিল এবং বিটকয়েন নিয়ে পোস্ট করা হয়েছিল।

যাইহোক, এই মুহূর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টুইটার হ্যান্ডেলটি পুরোপুরি সুরক্ষিত। এই বিষয়ে তারা দেশবাসী কে আশ্বস্তও করে টুইটও করেছে।