iQOO Z6 Pro 5G, iQOO Z6 4G দুর্দান্ত ফিচার সহ ভারতে লঞ্চ হল, দাম শুরু মাত্র ১৪,৯৯৯ টাকা থেকে

আজ (২৭ এপ্রিল) ভারতের বাজারে স্মার্টফোন ব্র্যান্ড আইকো তাদের Z6-সিরিজের অন্তর্ভুক্ত iQOO Z6 Pro 5G এবং iQOO Z6 4G স্মার্টফোন দুটি লঞ্চ করলো। এই দুই হ্যান্ডসেট স্ন্যাপড্রাগন চিপসেট এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। iQOO Z6 Pro 5G-তে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। অন্যদিকে, iQOO Z6 4G-এ ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ (FlashCharge) সাপোর্ট সহ একটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। সংস্থা জানিয়েছে, উভয় হ্যান্ডসেটই অব্যবহৃত স্টোরেজ ব্যবহার করে র‍্যাম ‘এক্সটেন্ড’ করতে পারবে। আসুন এই নতুন আইকো স্মার্টফোন দুটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে আইকো জেড৬ প্রো ৫জি এবং আইকো জেড৬ ৪জি-এর মূল্য এবং লভ্যতা (iQOO Z6 Pro 5G, iQOO Z6 4G Price in India and Availability)

ভারতে আইকো জেড৬ প্রো ৫জি-এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা, যেখানে এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা। আর টপ-অফ-দ্য-লাইন ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ২৮,৯৯৯ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। স্মার্টফোনটি লিজিয়ন স্কাই এবং ফ্যান্টম ডাস্ক – এই দুই আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে এবং হ্যান্ডসেটটি আইকো ইন্ডিয়া ইস্টোর এবং অ্যামাজন-এর সাইটে অ্যামাজন সামার সেল চলাকালীন বিক্রি করা হবে।

অন্যদিকে, আইকো জেড৬ ৪জি-এর ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ১৪,৪৯৯ টাকা। আর এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে ১৫,৯৯৯ টাকা এবং ১৬,৯৯৯ টাকা। স্মার্টফোনটি লুমিনা ব্লু এবং র‍্যাভেন ব্ল্যাক- এই দুই কালার ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে। আর এই হ্যান্ডসেটটিও অ্যামাজন সামার সেলের সময় অ্যামাজন এবং আইকো ইন্ডিয়া ইস্টোর-এর মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছে সংস্থা।

আইকো জেড৬ প্রো ৫জি-এর স্পেসিফিকেশন (iQOO Z6 Pro 5G Specifications)

ডুয়েল-সিমের (ন্যানো) আইকো জেড৬ প্রো ৫জি ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৪৫ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০৪ পিক্সেল) ডিসপ্লে আছে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট দ্বারা চালিত। এতে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি ইউএফএস ২.২ ইন বিল্ট স্টোরেজ মিলবে। আইকো জেড৬ প্রো ৫জি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচওএস ১২ (Funtouch OS 12) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, iQOO Z6 Pro 5G হ্যান্ডসেটটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করছে, যার মধ্যে এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, iQOO Z6 Pro 5G-এ এফ/২.০ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

এছাড়া, iQOO Z6 Pro ফোনের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/ এ-জিপিএস এবং একটি ইউএসবি-সি পোর্ট। অনবোর্ড সেন্সরগুলির মধ্যে একটি অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, ম্যাগনেটোমিটার এবং একটি প্রক্সিমিটি সেন্সর অন্তর্ভুক্ত। নিরাপত্তার জন্য ফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Z6 Pro-এ ৬৬ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের পরিমাপ ১৫৯.৬x৭৩.৫x৮.৪৯ মিলিমিটার এবং ওজন ১৮৭ গ্রাম।

আইকো জেড৬ ৪জি-এর স্পেসিফিকেশন (iQOO Z6 4G Specifications)

আইকো জেড৬ ৪জি হল একটি ডুয়েল-সিমের (ন্যানো) স্মার্টফোন, যাতে ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৪৪ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এতে ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ মিলবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ডিভাইসটির স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণও করা যাবে। আইকো জেড৬ ৪জি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচওএস ১২ (Funtouch OS 12) কাস্টম স্কিনে রান করে।

ফটো এবং ভিডিওর জন্য, iQOO Z6 4G-এর ব্যাক প্যানেলে অবস্থিত ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার এবং একটি এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ২ মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার লেন্স সহ একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

iQOO Z6 4G ফোনের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/ এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক৷ এই হ্যান্ডসেটের সেন্সরগুলির মধ্যে উপস্থিত অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, ম্যাগনেটোমিটার এবং একটি প্রক্সিমিটি সেন্সর। আর এই ফোনেও নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Z6 4G- এ একটি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে। এই আইকো হ্যান্ডসেটটির পরিমাপ ১৬০.৮০x৭৩.৭৯x৮.৪২ মিলিমিটার এবং ওজন ১৮২ গ্রাম।