iPhone 15 সিরিজের ক্যামেরা নিয়ে বড় সিদ্ধান্ত Apple-র, দীর্ঘ আট বছর পর আপগ্রেড আসছে

অ্যাপল (Apple) বর্তমানে তাদের ‘নেক্সট-জেন’ iPhone 15 সিরিজের স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই বহুল প্রত্যাশিত সিরিজে iPhone 15, 15 Plus, 15 Pro এবং 15 Pro Max মডেলগুলি অন্তর্ভুক্ত থাকবে। আগামী সেপ্টেম্বরে এই হ্যান্ডসেটগুলি লঞ্চ হবে বলে আশা করা যায়। ইতিমধ্যেই বহু রিপোর্টের মাধ্যমে আপকামিং আইফোনগুলির ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আর এখন তেমনই একটি নতুন প্রতিবেদন থেকে স্ট্যান্ডার্ড Apple iPhone 15-এর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সম্পর্কে জানা গেছে। আসুন তাহলে এবিষয় কি কি তথ্য সামনে এল, দেখে নেওয়া যাক।

Apple iPhone 15 এবার MagSafe-এর সমর্থনহীন চার্জারগুলিতেও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং গতি সাপোর্ট করবে

চার্জারল্যাবের রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৫ কিউআই২ (Qi2) ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ড সাপোর্ট করবে। কিউআই২ ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ডের সাপোর্ট মানে ফোনটি নন-ম্যাগসেফ চার্জারগুলিতে এবার থেকে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। তুলনামূলকভাবে দেখলে, বর্তমান প্রজন্মের আইফোন ১৪ সিরিজের স্মার্টফোনগুলি শুধুমাত্র নন-ম্যাগসেফ চার্জারগুলিতে ৭.৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

কিউআই২ স্ট্যান্ডার্ডের জন্য সাপোর্ট চালু করার ফলে ওয়্যারলেস চার্জারগুলির খরচ ম্যাগসেফ চার্জারের এক-তৃতীয়াংশে নেমে আসবে। এক্ষেত্রে ওয়্যারলেস চার্জিং নির্মাতাদের এমএফআই সার্টিফিকেশন পাওয়ার প্রয়োজন হবে না, যা তাদের দাম কম রাখতে সাহায্য করবে। যদিও, Qi2 স্ট্যান্ডার্ড ইতিমধ্যেই আইফোনগুলিতে ওয়্যারলেস চার্জিংয়ের জন্য সাপোর্ট প্রদান করে। তবে Qi2 ওয়্যারলেস চার্জারগুলির সঠিক চার্জিং স্পিড জানতে অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে৷

সম্প্রতি, একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে কোম্পানি iPhone 15 এবং 15 Plus মডেলগুলির প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর আপগ্রেড করবে। আট বছর আগে iPhone 6S লঞ্চ করার পর থেকে অ্যাপল স্ট্যান্ডার্ড মডেলগুলিতে একটি ১২ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করে আসছে। তবে, এবার অবশেষে iPhone 15 সিরিজের রেগুলার এবং প্লাস মডেলে iPhone 14 Pro এবং 14 Pro Max-এর মতো একটি ৪৮ মেগাপিক্সেলের সেন্সর থাকবে৷

এছাড়াও, আসন্ন স্মার্টফোনগুলি ৪৮ মেগাপিক্সেলের প্রো আরএডাব্লিউ (ProRAW) মোডের জন্যও যোগ্য হবে। ক্যামেরায় তোলা ছবির গুণমান উন্নত করার জন্য ডিভাইসগুলিতে একটি তিন-স্ট্যাকযুক্ত সেন্সর উপস্থিত থাকবে। তবে উল্লেখ করা হয়েছে যে, স্ট্যান্ডার্ড iPhone 15 মডেলগুলি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের প্রোমোশন ডিসপ্লে সাপোর্ট করবে না। যদিও, Apple iPhone 14 Pro সিরিজের ডিভাইসগুলির ডিসপ্লের ওপরে অবস্থিত ডায়নামিক আইল্যান্ডটি নতুন নন-প্রো আইফোনগুলিতেও দেখতে পাওয়া যাবে। iPhone 15-এর ডিসপ্লে প্যানেলটির ডিজাইন সম্প্রতি ফাঁস হয়েছে, যা ডায়নামিক আইল্যান্ডটি প্রদর্শন করেছে।

উল্লেখ্য, iPhone 15 সিরিজের মডেলগুলিই প্রথম প্রথাগত লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ-সি পোর্ট অফার করতে চলেছে। অ্যাপল আগামী ৫ জুন আয়োজিত ওয়ার্ল্ড ওয়াইড ডেভলপার কনফারেন্স ২০২৩ (WWDC 2023) ইভেন্টে আইওএস ১৭ (iOS 17) সফ্টওয়্যার সংস্করণটি ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে, যা অনেক নতুন ফিচার নিয়ে আসবে। এদিকে, টাটা গ্রুপ (Tata Group) ভারতে iPhone 15 এবং 15 Plus মডেলগুলি তৈরির বরাত পেয়েছে। সংস্থাটি সম্প্রতি অ্যাপলের অন্যতম কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার উইস্ট্রন (Wistron)-এর কারখানা অধিগ্রহণ করেছে, যারা ভারতীয় বাজার থেকে প্রস্থানের পরিকল্পনা করছে।