Vivo Y18: সস্তায় দুর্দান্ত ফোন আনছে ভিভো, থাকবে 6GB র‍্যাম ও শক্তিশালী G85 প্রসেসর

ভিভো তাদের Vivo Y-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোনের উপর কাজ করছে, যেটি Vivo Y18 নামে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। এখন গুগল প্লে কনসোল (Google Play Console)-এর লিস্টিং থেকে ফোনটির বিভিন্ন কোর স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। মনে করা হচ্ছে, Vivo Y18 আসলে Vivo Y03 স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন। কি কি তথ্য উঠে এল আসন্ন ভিভো হ্যান্ডসেটটির সম্পর্কে, আসুন জেনে নেওয়া যাক।

Vivo Y18-কে দেখা গেল Google Play Console-এর সাইটে

ভিভো এই সপ্তাহের শুরুতে ভিভো ওয়াই০৩ লঞ্চ করেছে। লঞ্চের আগে, এটি V2332 মডেল নম্বর সহ থাইল্যান্ডের ন্যাশানাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর মতো সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। আর এখন, ভিভো ওয়াই১৮ হ্যান্ডসেটটি V2333 মডেল নম্বর সহ গুগল প্লে কনসোল-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে। তাই মনে করা হচ্ছে যে, ভিভো ওয়াই১৮ সম্ভবত ভিন্ন বাজারে ওয়াই০৩-এর একটি রিব্যাজড সংস্করণ হিসাবে লঞ্চ হবে।

যদি তথ্যটি সত্যি হয়, তাহলে আশা করা যায় যে দুটি ভিভো ওয়াই সিরিজের স্মার্টফোনের স্পেসিফিকেশন একই রকম হবে। গত ফেব্রুয়ারিতে, ভিভো ওয়াই১৮-কে ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশনে ওয়াই০৩-এর পাশাপাশি দেখা গিয়েছিল, যা ফোনটিতে ব্লুটুথ ৫.০-এর সাপোর্ট প্রকাশ করেছিল। গুগল প্লে কনসোল (Google Play Console)-এর তালিকায় ভিভো ওয়াই১৮-এর ফ্রন্ট এবং রিয়ার প্যানেলের ছবি দেখা গেছে, যা ওয়াই০৩-এর সাথে সাদৃশ্যপূর্ণ একটি ডিজাইন প্রকাশ করেছে।

এছাড়া, Vivo Y18-কে প্লে কনসোলে MediaTek Helio G85-এর সাথে তালিকাভুক্ত করা হয়েছে। লিস্টিংয়ে আরও উল্লেখ্য করা হয়েছে যে, এই চিপসেটটি ৬ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে বলেও শোনা যাচ্ছে। তবে জানিয়ে রাখি, Vivo Y03 ফোনটিকে ৪ জিবি র‍্যামের সাথে লঞ্চ করা হয়েছে। তাই আপাতত মনে করা হচ্ছে যে, র‍্যাম হল এই দুই ফোনের মধ্যে একমাত্র পার্থক্য। এছাড়া Vivo Y18-এর বিষয়ে আর কোনও তথ্য সামনে আসেনি, তাই ফোনটি সম্পর্কে আরও জানতে এবং এটি সত্যিই Vivo Y03-এর রিব্যাজড সংস্করণ কিনা সেসম্পর্কে নিশ্চিত হতে আরও রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।