Husqvarna Svartpilen 801: বিশ্ব কাঁপানো বাইক আনছে সুইডিশ কোম্পানি, টিজার দেখেই সবাই পাগল!

Husqvarna Svartpilen 801 আগামী ১৯ মার্চ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। তার আগে ইউটিউবে দুর্ধর্ষ মোটরসাইকেলটির প্রোটোটাইপ মডেলের টিজার প্রকাশ করল সংস্থা। যা দেখে বাইকপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। KTM 790 Duke-এর প্ল্যাটফর্ম ব্যবহার হবে নতুন এই বাইকটিতে। জানিয়ে রাখি, কেটিএম-এর এই মডেলটি এখন আর ভারতে বিক্রি হয় না। আন্তর্জাতিক বাজারে কেবল উপলব্ধ।

Husqvarna Svartpilen 801-এর নতুন টিজার প্রকাশ

হাই-পারফরম্যান্সের জন্য Husqvarna Svartpilen 801-এ থাকছে ৭৯৯ সিসি প্যারালাল টুইন লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ১০৩ বিএইচপি ক্ষমতা উৎপন্ন হবে। পাওয়ারট্রেনকে সঙ্গত দিতে থাকছে সিক্স স্পিড গিয়ারবক্স এবং একটি বাই-ডিরেকশনাল কুইক শিফ্টার।

ডিজাইনের জন্য বিশ্বে হাস্কভার্না’র বাইকের কদর। Svartpilen 801-এর ক্ষেত্রেও যার অন্যথা হয়নি। টিজারে ক্যামোফ্ল্যাজ বডি দেখানো হলেও, রাস্তা দিয়ে গেলে যে কেউ মাথা ঘুরিয়ে দেখবে বলেই আশা করা যায়। ডিজাইনের বিষয়টি আপাতত সম্পূর্ণ রহস্যের আড়ালে রাখা হয়েছে। এতে থাকছে শার্প ট্যাঙ্ক শ্রাউডের সাথে স্লিম ফুয়েল ট্যাঙ্ক এবং স্লিম সিট। এছাড়া রয়েছে সার্কুলার এলইডি হেড ল্যাম্প ও শর্ট ফ্লাই স্ক্রিন। পেছনে আছে U-আকৃতির এলইডি টেল ল্যাম্প।

মোটরসাইকেলটি অ্যালয় হুইলের সঙ্গে আসছে। অর্থাৎ এতে ডুয়েল পারপাস টিউবলেস টায়ার অফার করা হবে, যা Svartpilen 401-এও দেখা মেলে। দু’চাকাতেই থাকছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) যুক্ত ডিস্ক ব্রেক। সাসপেনশনের দায়িত্ব পালন করতে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক ইউনিট দেওয়া হয়েছে। ভারতের বাজারে Svartpilen 801-এর আসার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ উক্ত সেগমেন্টে KTM 790 Duke সাড়া ফেলতে পারেনি।