ছবি-ভিডিয়ো-গান রাখার জন্য আর জায়গার চিন্তা নয়, আরও বেশি র‍্যাম + স্টোরেজ যুক্ত ট্যাব আনল Lenovo

লেনোভো (Lenovo)-এর Xiaoxin সিরিজের ট্যাবলেটগুলি চীনে বেশ জনপ্রিয় এবং ভিন্ন নামে বিশ্ব বাজারেও লঞ্চ হয়েছে। এই বিখ্যাত সিরিজের লেটেস্ট ট্যাবলেটটি হল Lenovo Xiaoxin Pad 2022, যা গত বছরের মে মাসে চীনের বাজারে পা রেখেছে। এই ট্যাবে বড় ১০.৬ ইঞ্চির ডিসপ্লে, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৭,৭০০ এমএএইচ ব্যাটারি এবং Qualcomm Snapdragon 680 প্রসেসর রয়েছে৷ এখন লেনোভো চীনে দে Xiaoxin Pad 2022-এর নতুন ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে।

Lenovo Xiaoxin Pad 2022-এর নতুন মেমরি কনফিগারেশন এল বাজারে

লেনোভো শাওসিন প্যাড ২০২২-এর নতুন ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ১,০৯৯ ইউয়ান (প্রায় ১৩,৪০০ টাকা)। তবে ডিসকাউন্ট ধরে এটি ৯৯৯ ইউয়ান (প্রায় ১২,২০০ টাকা) মূল্যে কেনার জন্য উপলব্ধ হবে। যদিও, নয়া স্টোরেজ ভ্যারিয়েন্টটির স্পেসিফিকেশন মূল মডেলের মতোই থাকবে।

Lenovo Xiaoxin Pad 2022-এর স্পেসিফিকেশন

লেনোভো শাওসিন প্যাড ২০২২-এ ২,০০০ x ১,২০০ পিক্সেলের রেজোলিউশন সহ ১০.৬ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে। এই ট্যাবলেটটি স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৪ জিবি / ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি / ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। তবে, ব্যবহারকারীরা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও প্রসারিত করতে পারবেন। শাওসিন প্যাড ২০২২ অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, এই লেনোভো ট্যাবলেটের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে এবং এর পিছনে এলইডি ফ্ল্যাশ ছাড়াই একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaoxin Pad 2022 শক্তিশালী ৭,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটির পরিমাপ ২৫১.২ x ১৫৮ x ৭.৪৫ মিলিমিটার এবং ওজন ৪৬৫ গ্রাম। এই ট্যাবের অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ কোয়াড স্পিকার, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১ এবং একটি ইউএসবি-সি পোর্ট।