নভেম্বরে TVS এর ইতিহাসে নতুন অধ্যায়, ইলেকট্রিক স্কুটারের সাফল্যে নয়া উদ্যোগ

বর্তমানে জ্বালানি তেলের অগ্নিমূল্যের কারণে অগণিত মানুষ ব্যাটারি চালিত স্কুটার বেছে নিচ্ছেন। যার ফলস্বরূপ ভারতে ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। জোগান ঠিক রাখতে তাই উৎপাদন বাড়ানোর দিকে জোর দিচ্ছে বিভিন্ন সংস্থা। ঠিক তেমনই এবার টিভিএস মোটর (TVS Motor) তাদের ইলেকট্রিক স্কুটারের একমাত্র মডেল iQube-এর মাসিক উৎপাদন ১০,০০০ থেকে বাড়িয়ে ২৫,০০০ করার জন্য প্রস্তুতি শুরু করেছে। ২০২৩-এর মার্চ থেকেই বাড়তি উৎপাদনের কাজ শুরু হবে বলে জানা গেছে।

এই প্রসঙ্গে টিভিএস মোটর কোম্পানির ডিরেক্টর এবং সিইও কে এন রাধাকৃষ্ণান বলেন, “iQube-এর হাত ধরে ইলেকট্রিক ভেহিকেলের জগতে আমাদের যাত্রা এ বছর নভেম্বরে নয়া মাইলস্টোন স্পর্শ করেছে। গত মাসে আমাদের বিক্রির পরিমাণ ছিল ১০,০৫৬ ইউনিট। এই সাফল্যের পেছনে রয়েছে ইলেকট্রিক স্কুটারের প্রতি মানুষের ক্রমাগত বেড়ে চলা চাহিদা।”

ভবিষ্যতে বিভিন্ন সেগমেন্টে আরও একাধিক ইলেকট্রিক মডেল লঞ্চের পরিকল্পনার কথা জানিয়েছে টিভিএস। বর্তমানে সংস্থার ঝুলিতে রয়েছে iQube-এর ২৫,০০০ বুকিংয়ের বরাত। দেশের ৮৮টির বেশি শহরে তাদের শোরুম রয়েছে। যেই সংখ্যাটি শীঘ্রই ১০০-তে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

প্রসঙ্গত, TVS iQube তিনটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় – Standard, S ও ST। ফুল চার্জে প্রথম মডেল দুটির রেঞ্জ ১০০ কিলোমিটার। অন্যদিকে প্রিমিয়াম এসটি ট্রিমটি পুরোপুরি চার্জে ১৪০ কিমি পথ চলতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮২ কিমি। তবে বেস ও এস মডেলের ক্ষেত্রে তা প্রতি ঘন্টায় ৭৮ কিমি। ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৪.২ সেকেন্ডে তুলতে পারে এটি।

ফাস্ট চার্জারে টিভিএস আইকিউব-এর এসটি ভ্যারিয়েন্টের ব্যাটারিটি পাঁচ ঘন্টায় ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। ফেম-টু ভর্তুকি ধরে কলকাতায় আইকিউ-এর বেস ভার্সনের মূল্য ১,২৫,৮৯৬ থেকে ১,৩২,৯৩৬ টাকা। তবে এসটি মডেলটির দাম এখনও ঘোষণা করা হয়নি। বর্তমানে ৯৯৯ টাকায় বুকিং চলছে প্রিমিয়াম মডেলটির।