দুই স্ক্রিনের Asus Zenbook Duo (2024) ল্যাপটপ ভারতে লঞ্চ হল, রয়েছে শক্তিশালী ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর

Asus Zenbook Duo (2024) ল্যাপটপ মোট তিনটি চিপসেট ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। এক্ষেত্রে Intel Core Ultra 5 প্রসেসর সহ আসা বেস মডেলের দাম শুরু হচ্ছে 1,59,990 টাকা থেকে।

Asus আজ ভারতের বাজারে ডুয়াল-ডিসপ্লে ডিজাইনের সাথে একটি প্রিমিয়াম ল্যাপটপ লঞ্চ করেছে। এটি হল Asus Zenbook Duo (2024)। এর দাম এদেশে 1,59,990 টাকা থেকে শুরু হচ্ছে। ডিজাইন দেখে মনে হতেই পারে এই ল্যাপটপ Asus ZenBook 17 Fold OLED মডেল দ্বারা অনুপ্রাণিত। কিন্তু বিদ্যমান ল্যাপটপের থেকেও আরও শক্তিশালী ফিচার এবং স্টাইলিশ লুক অফার করে নয়া মডেলটি। নয়া এই গ্যাজেটে FDH+ OLED ডিসপ্লে, সর্বোচ্চ 2 টেরাবাইট SSD স্টোরেজ, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর যুক্ত FHD AiSense IR ক্যামেরা, ওয়াই-ফাই 6ই এবং 75Whr ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। চলুন Asus Zenbook Duo (2024) ল্যাপটপের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Asus Zenbook Duo (2024) ল্যাপটপের দাম

এদেশের বাজারে আসুস জেনবুক ডুও (2024) ল্যাপটপ মোট তিনটি চিপসেট ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। এক্ষেত্রে Intel Core Ultra 5 প্রসেসর সহ আসা বেস মডেলের দাম শুরু হচ্ছে 1,59,990 টাকা থেকে। আবার Intel Core Ultra 7 প্রসেসর এবং Intel Core Ultra 9 প্রসেসর যুক্ত উচ্চতর ভ্যারিয়েন্ট দুটির দাম যথাক্রমে 1,99,990 টাকা ও 2,19,990 টাকা থেকে শুরু হচ্ছে৷

Asus Zenbook Duo (2024) ল্যাপটপের স্পেসিফিকেশন

আসুস জেনবুক ডুও (2024) ল্যাপটপে ডুয়াল ফুল এইচডি প্লাস OLED টাচস্ক্রিন রয়েছে, যা 1900×1200 পিক্সেল রেজোলিউশন এবং 100% DCI:P3 কালার গ্যামেট সাপোর্ট করে। উভয় ডিসপ্লেই কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে ইন্টেল আর্ক গ্রাফিক্স এবং ইন্টেল কোর আল্ট্রা 9 প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে 32 জিবি পর্যন্ত LPDDR5x র‌্যাম এবং সর্বোচ্চ 2 টেরাবাইট SSD মেমরি পাওয়া যাবে। এই ল্যাপটপ উইন্ডোজ 11 হোম অপারেটিং সিস্টেমের সাথে প্রি-লোডেড হয়ে এসেছে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বলল, নয়া এই আসুস ল্যাপটপ ফেস রিকগনিশন ও ভিডিও কলিংয়ের কলের জন্য অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর সহ ফুল এইচডি এআইসেন্স আইআর (AiSense IR) ক্যামেরা অফার করে। আবার উন্নতির সাউন্ড সরবরাহের যে জন্য ডলবি অ্যাটমস সমর্থিত ডুয়েল হারমন কার্ডন-টিউনড স্পিকার সিস্টেম রয়েছে। কানেক্টিভিটি বিকল্প হিসাবে সামিল রয়েছে – ওয়াইফাই 6ই, ব্লুটুথ 5.3, দুটি থান্ডারবোল্ট 4 পোর্ট, একটি ইউএসবি 3.2 জেন 1 টাইপ-এ পোর্ট, একটি এইচডিএমআই 2.1 পোর্ট এবং একটি 3.5 মিমি অডিও জ্যাক৷ পরিশেষে Asus Zenbook Duo (2024) ল্যাপটপে 75 ওয়াট-আওয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি আছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷