কৃষকদের সাহায্য করতে এগিয়ে এল Vodafone Idea, মাটির গুণগত মান সহ জানতে পারবেন অনেক জরুরী তথ্য

প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষকদের উন্নত চাষবাস ও জীবনযাত্রার হদিস দিতে এবার নিজেদের ‘স্মার্টএগ্রি’ (SmartAgri) প্রকল্প -কে দেশের আরও চার রাজ্যে সম্প্রসারিত করলো কর্পোরেট-সামাজিক পরিসরে Vi -এর (Vodafone Idea) সহযোগী হিসেবে পরিচিত ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন (VIF)। ২০২০ সালে উক্ত সংস্থা সর্বপ্রথম আলোচ্য প্রকল্প সামনে আনে। তখন দেশে মাত্র দুটি রাজ্যের কৃষকেরা এই স্মার্টএগ্রি প্রকল্পের সুবিধা পেতেন। কিন্তু ভোডাফোন আইডিয়ার সিএসআর (CSR) সহায়ক সংস্থার ঘোষণার পর এবার থেকে দেশের ছ’টি রাজ্যের কৃষকেরা আলোচ্য প্রকল্পের সুবিধা পাবেন।

উল্লেখ্য, ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন বা ভিআইএফের (VIF) ‘স্মার্টএগ্রি’ প্রকল্প IoT বা ইন্টারনেট অফ থিংস, AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রিয়েল টাইম টেকনোলজি সলিউশনস প্রযুক্তিকে কাজে লাগিয়ে চাষীদের কৃষি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় ও তথ্য যেমন বাতাস এবং মাটির গুণগত মান, ক্ষতিকর কীটপতঙ্গের উপস্থিতি, ফসলের বৃদ্ধি প্রভৃতি জানতেও বুঝতে সাহায্য করে, যা পরোক্ষে বাড়তি উৎপাদনের সহায়ক। ফলে ভিআইএফের স্মার্টএগ্রি প্রকল্প দেশের আরও চার রাজ্যে ছড়িয়ে পড়া যে চাষীদের জন্য লাভদায়ক হবে তা বলে দেওয়ার অপেক্ষা রাখেনা।

SmartAgri প্রকল্পের অধীনে রিয়েল টাইম ডেটা প্রাপ্তিতে উপকৃত হবেন চাষীরা

আজ্ঞে হ্যাঁ, স্মার্টএগ্রি প্রকল্পের অধীনে প্রায় প্রতিটি চাষী ফসল সংক্রান্ত বিভিন্ন রিয়েল টাইম ইনফরমেশন সংগ্রহ করতে পারবেন। এছাড়া তারা চাষের কাজ সম্পর্কে স্থানীয় ভিত্তিতে পরামর্শ লাভ করতে পারবেন, যা আখেরে তাদের উপকৃত করবে। প্রকল্পের আওতায় কৃষকেরা কৃষি সংক্রান্ত জরুরি খবর, বাজারের হালহকিকত, বিভিন্ন স্কীম, সরকারি নীতি ও অনুদান সম্পর্কিত সমস্ত খবর পেয়ে যাবেন। চাষীদের বোঝার সুবিধার জন্য এই প্রকল্প বিভিন্ন আঞ্চলিক ভাষায় মোবাইলের মাধ্যমে খবর সরবরাহ করে থাকে। এক্ষেত্রে পড়াশোনার ক্ষমতা যাতে প্রতিবন্ধকতা তৈরী না করে সেজন্য অডিও মাধ্যমে চাষীদের সেগুলি শোনানো হবে।

Vodafone Idea Foundation -এর CSR প্রোজেক্ট যেখানে যেখানে চালু হতে চলেছে

আগেই বলেছি যে প্রাথমিকভাবে দেশের মাত্র দু’টি রাজ্যে ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন তাদের সিএসআর প্রোজেক্ট চালু করে। এই রাজ্যদুটি হল মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। কিন্তু সম্প্রসারণের ফলে এবার আরও চার রাজ্য, যথা – আসাম (তিনসুকিয়া, উদলগিরি, ডিব্রুগড় এবং জোরহাট), উত্তরপ্রদেশ (হরদোই এবং লখিমপুর), রাজস্থান (বুন্দি, কোটা, টঙ্ক ও বারান) এবং তেলেঙ্গানায় (আদিলাবাদ) আলোচ্য প্রকল্প ছড়িয়ে পড়বে, যার ফলে রাজ্যগুলির প্রায় ২.৮ লক্ষ চাষী ৮ থেকে ১২ শতাংশ বাড়তি উৎপাদন এবং ১৫ থেকে ২০ শতাংশ খরচ কমাতে সমর্থ হবেন বলে কোম্পানি দাবি করেছে।

ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন ডিরেক্টর পি বালাজির দাবি, সংস্থাটির SmartAgri প্রকল্প আগামীদিনে দেশের কৃষিগত ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করবে। এর মাধ্যমে চাষিরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও উৎপাদন বাড়াতে পারবেন। ফলে এই প্রকল্প চাষীদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বলে পি বালাজির বক্তব্য।