Apple এর আগে ফোল্ডেবল iPhone বানিয়ে চমকে দিল এক ফ্যান, ভিডিও প্রকাশ করার সাথে সাথেই ভাইরাল

বর্তমান সময়ে গ্লোবাল ইলেক্ট্রনিক্স মার্কেটে একাধিক অ্যান্ড্রয়েড ফোল্ডেবল স্মার্টফোন বিদ্যমান থাকলেও, অ্যাপল (Apple) এখনও ফোল্ডেবল আইফোন (iPhone) নিয়ে আসতে পারেনি। যে কারণে, সম্প্রতি আইফোন ১৪ (iPhone 14) সিরিজ প্রকাশ্যে আসার পর দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং (Samsung), গতানুগতিক ডিজাইনের সাথে নতুন লাইনআপ লঞ্চ করার জন্য এবং নিজস্ব ফোল্ডেবল আইফোন না থাকার জন্য অ্যাপলকে উপহাস করেছিল। যদিও এত সমালোচনা বা তামাশার পরও টিম কুকের সংস্থা এই মুহুর্তেই একটি ভাঁজযোগ্য আইফোন চালু করার কোন পরিকল্পনা করছে না বলেই মনে হচ্ছে। কিন্তু অ্যাপল স্বয়ং এই কাজটি না করলেও, সম্প্রতি ফোল্ডেবল আইফোন তৈরী করে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন এক অ্যাপল-প্রেমী। হ্যাঁ ঠিকই পড়েছেন! চীন নিবাসী এক আইফোন ব্যবহারকারী তার ডিভাইসকে হিঞ্জ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ফোল্ডেবল ডিজাইন দিতে সক্ষম হয়েছেন। চলুন এই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক…

ফোল্ডেবল আইফোনের নামকরণ করা হয়েছে iPhone V

অ্যাপল প্রডাক্ট ফ্যান দ্বারা নির্মিত ফোল্ডেবল ডিভাইসটির নাম আইফোন ভি দেওয়া হয়েছে। এই মডেলে একটি ক্ল্যামশেল ফোল্ডেবল ডিসপ্লে রয়েছে, যা বিদ্যমান Samsung Galaxy Z Flip এবং Motorola Razr -এর অনুরূপ অনেকটা। এক্ষেত্রে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিলিবিলিতে একটি ভিডিও সম্প্রতি শেয়ার করে এই ফ্যান। যেখানে আইফোন ভি ফোল্ডেবল ফোনের বাহ্যিক ডিজাইন ও অভ্যন্তরীণ কিছু স্পেসিফিকেশন দেখানো হয়েছে। এই ভিডিওতে দেখা গেছে যে, নির্মাণকর্তা প্রথমে আইফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশকে দুই ভাগে বিভক্ত করেছেন এবং পরবর্তীতে হিঞ্জ দিয়ে যুক্ত করেছেন।

iPhone V মডেলের অভ্যন্তরীণ ও বাহ্যিক ডিজাইন

ভিডিও অনুসারে, আইফোন ভি মডেলের নীচের অর্ধেক অংশে প্রসেসর এবং মেমরি সহ প্রধান মাদারবোর্ড আছে। আর উপরের দিকের রিয়ার ক্যামেরা ইউনিট, ব্যাটারি এবং ডিসপ্লের সামনে ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। এই ভাঁজযোগ্য আইফোনটি তৈরি করতে নির্মাতার প্রায় এক বছর সময় লেগেছে। যদিও এটি এখন কেবল একটি প্রোটোটাইপ মাত্র। আইফোন ভি মডেলের বাহ্যিক শেল তৈরি করতে ফ্যান ৩-প্রিন্টার ব্যবহার করা হয়েছে। আর ফাইনাল প্রোডাক্টটির ফোল্ডেবল স্ক্রিন, ক্যামেরা ফ্রন্ট এবং অন্যান্য মৌলিক ফাংশনগুলি স্বাভাবিকভাবে কাজ করেছে বলেই দেখা গেছে ভিডিওতে।

5G কানেক্টিভিটি সমর্থন করে iPhone V

অ্যাপল আইফোন ভি নির্মাণকারী এই ফ্যান তার এই ডিভাইসের জন্য একটি প্রমোশনাল ভিডিও তৈরি করেছেন। যেখানে দেখা গেছে যে, এটি ৫জি কানেক্টিভিটি এবং এ১৬ বায়োনিক (A16 Bionic) চিপসেট সমর্থন করে। ডিভাইসটিতে একটি সুপার রেটিনা এক্সডিআর ফোল্ডেবল ডিসপ্লে প্যানেল রয়েছে, যার উপরিভাগে একটি ১২-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা গেছে। আইফোন ভি -এর ব্যাক প্যানেলে একটি প্রো সিরিজ ক্যামেরা সেটআপ আছে এবং এটি সিরামিক শিল্ড প্রযুক্তি সহ এসেছে।