WhatsApp এর ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ফিচারে আসছে বদল, গ্রুপ মেম্বাররাও পাবেন সুবিধা

রোজকার WhatsApp চ্যাটিংয়ে প্রচুর মেসেজ, ছবি, ভিডিয়োর মতো মিডিয়া ফাইল আমাদের ফোনে জমা হয়। ফলে স্টোরেজ বাঁচাতে সাধারণত আমাদের আলাদা করে অপ্রয়োজনীয় সমস্ত মেসেজ এবং মিডিয়া ফাইলগুলি ডিলিট করতে হয়। তবে গত নভেম্বরে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ (disappearing messages) নামে একটি মজাদার ফিচার যুক্ত করা হয়েছে, যা এনাবেল করা থাকলে সাতদিন পর স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট চ্যাট ডিলিট হয়ে যায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, হোয়াটসঅ্যাপ-এর ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ ফিচারটি কোনো ডিফল্ট সেটিং নয়, গ্রুপ চ্যাট এবং এবং সাধারণ চ্যাটগুলির ক্ষেত্রে এটিকে পৃথক পৃথক ভাবে অন করা যায়। অন্যান্য চ্যাটে উভয় পক্ষই এটিকে চালু/বন্ধ (এনাবেল/ডিসেবেল) করতে পারলেও গ্রুপ চ্যাটে এতদিন পর্যন্ত কেবল অ্যাডমিনদেরই এই ফিচারটির ওপর নিয়ন্ত্রণ ছিল। কিন্তু সাম্প্রতিক একটি রিপোর্টে জানানো হয়েছে, আগামী দিনে WhatsApp-এর এই ফিচারটি অ্যাডমিন ছাড়াও গ্রুপের অন্য সদস্যরাও অ্যাক্সেস করতে পারবেন।

WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটি বর্তমানে বিকাশের পর্যায়ে রয়েছে। অর্থাৎ, হোয়াটসঅ্যাপ এখন অ্যান্ড্রয়েড লেটেস্ট বিটা ভার্সন ২.২১.৮.৭-এ এই ফিচারটির সাপোর্ট দেওয়ার জন্য পরীক্ষা করছে, যাতে গ্রুপের অন্যান্য সদস্যরাও ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ ফিচারটি চালু বা বন্ধ করতে পারেন, যেটা এতদিন পর্যন্ত কেবলমাত্র গ্রুপ অ্যাডমিনরাই করতে পারতেন।

তবে জানা যাচ্ছে যে, গ্রুপের অন্যান্য সদস্যরা সম্পূর্ণভাবে এই ফিচারটি অ্যাক্সেস করতে পারবেন না, তার জন্য তাদের কিছুটা হলেও গ্রুপ অ্যাডমিনের ওপর নির্ভর করতে হবে। কারণ গ্রুপ অ্যাডমিনের কাছে “all participants” এবং “only admins” নামক দুটি অপশন থাকবে যার মাধ্যমে তিনি নির্ধারণ করতে পারবেন যে ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’-এর নিয়ন্ত্রণ কার ওপর থাকবে। অর্থাৎ, গ্রুপ অ্যাডমিনের নির্বাচিত অপশনের ওপরই নির্ভর করছে যে গ্রুপের অন্যান্য সদস্যরা এই ফিচারটি অ্যাক্সেস করতে পারবেন কি না। এছাড়াও, এই ফিচারটির সাহায্যে গ্রুপের সাবজেক্ট, আইকন এবং ডেসক্রিপশন সহ অন্যান্য সেটিংসেও পরিবর্তন করা যাবে। এটি “Edit group info” বৈশিষ্ট্যের অধীনে উপলব্ধ হবে। কেবলমাত্র ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’-এর জন্য আলাদা কোনো বিকল্প নেই।

যদিও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রুপ অ্যাডমিনের ওপর বর্তেছে, তবুও গ্রুপের অন্যান্য সদস্যদের জন্য একটি বিকল্প থাকা ভালো। WABetaInfo উল্লেখ করেছে যে, এই বৈশিষ্ট্যটি বিটা ইউজারদের জন্য শীঘ্রই চালু হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে,
WhatsApp তার এই ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ ফিচারটিতে ২৪ ঘন্টা পর মেসেজ ডিলিট হওয়ার টাইমার অপশন যুক্ত করার জন্য পরীক্ষামূলক কার্যাবলি চালিয়ে যাচ্ছে, যা বর্তমানে ৭ দিনে সেট করা আছে। ভবিষ্যতে এটি ডিসঅ্যাপেয়ারিং ইমেজেও সাপোর্ট অ্যাড করতে পারে। তবে এই দুটি ফিচার ঠিক কবে সমস্ত ইউজারের জন্য উপলব্ধ হবে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন