Xiaomi CIVI S নজরকাড়া ডিজাইন, 32 মেগাপিক্সেল সেলফি ও 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ আসছে

গত বছর সেপ্টেম্বরে অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত স্পেসিফিকেশন সহ চীনের বাজারে সাড়া ফেলে দিয়েছিল Xiaomi CIVI। এই মিড-রেঞ্জের স্মার্টফোনটি আধুনিক মহিলাদের লক্ষ্য করে, তাদের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখেই বাজারে আনা হয়েছিল এবং সংস্থার সেই উদ্দেশ্য যথেষ্ট সফলও হয়। সম্প্রতি জল্পনা শুরু হয়েছে Xiaomi CIVI- উত্তরসূরিটিকে বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে শাওমি। কিছুদিন আগে এই আসন্ন ফোনটির স্পেসিফিকেশনগুলিও প্রকাশ করেন এক জনপ্রিয় চীনা টিপস্টার। মনে করা হচ্ছিল এই ফোনটির নাম Xiaomi CIVI 2 রাখা হতে পারে। তবে এবার ওই টিপস্টারই দাবি করেছেন, আসন্ন ডিভাইসটি Xiaomi CIVI S নামে বাজারে আত্মপ্রকাশ করবে।

শাওমি সিভি এস-এর সম্ভাব্য ডিজাইন, কোডনেম এবং স্পেসিফিকেশন (Xiaomi CIVI S Expected Design, Codename and Specifications)

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন (Digital Chat Station) চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবো (Weibo)- এর একটি পোস্টে জানিয়েছেন, পরবর্তী সিভি স্মার্টফোনটি শাওমি সিভি-এর থেকে সামান্য আপগ্রেড নিয়ে আসবে এবং এর নামের শেষে “S” অক্ষরটি থাকতে পারে। বলা হচ্ছে, শাওমি সিভি ২-এর পরিবর্তে পরবর্তী সিভি ফোনটিকে সিভি এস নামে আসবে। এই ফোনটির কোডনেম “কে৯ই” (K9E) বলে জানা গেছে। এছাড়া বলা হচ্ছে, আপকামিং শাওমি সিভি এস মডেলটির হাইলাইট হবে এর সেলফি ক্যামেরা এবং স্লিম লুক।

প্রসঙ্গত, শাওমি সিভি এস ফোনে পূর্বসূরি শাওমি সিভি-এর মতো একইরকম পাঞ্চ-হোল কার্ভড ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এমনকি হ্যান্ডসেটটির রিয়ার ক্যামেরা মডিউলটিও অপরিবর্তিত থাকবে। টিপস্টার প্রকাশ করেছেন যে, আসন্ন শাওমি সিভি এস স্পার্কলিং হোয়াইট এবং পিঙ্ক- এর মতো কালার অপশনে বাজারে উপলব্ধ হবে।

জানিয়ে রাখি, আসন্ন Xiaomi CIVI S স্মার্টফোনের স্পেসিফিকেশন এর আগেও ফাঁস হয়েছিল। ডিভাইসটি ফুল এইচডি+ OLED প্যানেলের সাথে আসবে এবং এর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। জানা যাচ্ছে উত্তরসূরিতেও Xiaomi CIVI-এর মতোই ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। আবার Xiaomi CIVI S-এর ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসর এবং ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে বলে মনে করা হচ্ছে।