ইন্ডিয়ান মোটরসাইকেল লঞ্চ করলো Vintage Dark House এর নতুন ভার্সন

আমেরিকান টু-হুইলার নির্মাতা Indian Motorcycle, তাদের 2021 Vintage Dark House মোটরবাইকটি লঞ্চ করার কথা ঘোষণা করেছে৷ বাইকটির দাম পড়বে ১৯,৪৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৪.৩৪ লক্ষ টাকা৷ বাইকটি শুধুমাত্র থান্ডার ব্ল্যাক স্মোক রঙের বিকল্পে বাজারে উপলব্ধ হবে৷

2021 Vintage Dark House মোটরবাইকটিতে মতুন ম্যাট ফিনিশ পেইন্টের পাশাপাশি কয়েকটি ব্ল্যাক আউট বিট আপডেট করা হয়েছে৷ বাইকটির ফিচারের মধ্যে আছে রাইড মোডস, ক্রুজ কন্ট্রোল, রিয়ার সিলিন্ডার ডিএক্টিভেশান, keyless ইগনিশন প্রভৃতি৷

মেকানিক্যাল স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসলে বাইকটিতে সংস্থার জনপ্রিয় থান্ডারস্ট্রোক ১১৬ ভি-টুইন ইঞ্জিন দেওয়া হয়েছে৷ ১,৮১১ সিসির এই ইঞ্জিন ৩,০০০ আরপিএমে ১৫১ এনএম টর্ক জেনারেট করে৷ তবে বাইকটির ইঞ্জিনে গৌণ কিছু আপডেট করা হলেও সেগুলি এখনো সংস্থা প্রকাশ করেনি৷

বাইকটির সামনে ১১৯ মিমি টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পেছনে ১১৪ মিমি এয়ার শকার দেওয়া হয়েছে৷ এছাড়া বাইকটির সামনের চাকায় ৩০০ মিমি টুইন ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় সিঙ্গেল রোটর আছে৷

Vintage Dark House ছাড়াও Indian Motorcycle তাদের ২০২১ পোর্টফোলিওতে Chieftain Dark Horse, Chieftain Limited, Springfield, Springfield Dark Horse, Roadmaster, Roadmaster Dark Horse, Roadmaster Limited, Vintage, Challenger Dark Horse, Challenger Limited মডেলগুলিকেও সংযুক্ত করেছে৷