Realme GT 3 বিশ্বের দ্রুততম চার্জিং প্রযুক্তির সঙ্গে ভারতে আসছে

Realme GT Neo 5 ফ্ল্যাগশিপ স্মার্টফোন আগামী ৯ ফেব্রুয়ারি চীনের বাজারে লঞ্চ হতে চলেছে। যা কিছু যুগান্তকারী প্রযুক্তির সাথে বাজারে আসবে। যেমন এটি বিশ্বের দ্রুততম ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এই ফোনটি লঞ্চের আগে এখন রিয়েলমি ঘোষণা করেছে যে, তারা আরেকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যার নাম Realme GT 3 এবং এটি খুব শীঘ্রই ভারতের বাজারে পা রাখবে। আসুন এই আপকামিং রিয়েলমি ফ্ল্যাগশিপটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Realme GT 3 খুব শীঘ্রই আসছে ভারতীয় বাজারে

রিয়েলমি তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে ঘোষণা করেছে যে, তারা ভারতে রিয়েলমি জিটি ৩ স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। যদিও কোম্পানি আসন্ন স্মার্টফোনটির সম্পর্কে কোনও বিবরণ প্রকাশ করেনি, তবে ইঙ্গিত দিয়েছে যে এটি গতিও কর্মক্ষমতার ওপর ফোকাস করবে এবং ফেব্রুয়ারির মধ্যেই লঞ্চ হতে পারে। টুইটটিতে বলা হয়েছে #SpeedToTheMax, এটি সম্ভবত নির্দেশ করে যে জিটি ৩ মডেলটিও নতুন রিয়েলমি জিটি নিও ৫-এর মতো আল্ট্রা ফাস্ট চার্জিং অফার করবে।

অন্যদিকে, টিপস্টার অনলিক্স সম্প্রতি রিয়েলমি জিটি ৩-এর রিটেইল বক্সের ছবি শেয়ার করেছেন, যা প্রকাশ করেছে যে স্মার্টফোনটি অভূতপূর্ব ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার শোনা যাচ্ছে যে, এই হ্যান্ডসেটটি আসলে জিটি নিও ৫-এরই একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে। উল্লেখ্য, Realme GT Neo 5 ফ্ল্যাগশিপে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর এবং দ্রুত ২৪০ ওয়াট চার্জিং রয়েছে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে রিয়েলমি।

এছাড়া, বিভিন্ন টিজার এবং লিক প্রকাশ করেছে যে স্মার্টফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করবে এবং এর একটি ১৫০ ওয়াট চার্জিং ভ্যারিয়েন্টও বাজারে আসবে। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। আর GT Neo 5-এর সামনে পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে।

প্যানেলটি ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে জানা গেছে। এই রিয়েলমি ডিভাইসটি একটি আইআর (IR) ব্লাস্টার এবং মাল্টি-কালার আরজিবি (RGB) লাইট দিয়ে সজ্জিত হবে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করবে।