Jio Down: ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল যাচ্ছে না, দেশের বিভিন্ন অঞ্চলে অচল রিলায়েন্স জিও

দেশের বিভিন্ন অঞ্চলে অচল হয়ে পড়েছে Reliance Jio। গ্রাহকরা মাইক্রো ব্লগিং সাইট, Twitter ও DownDetector ওয়েবসাইটে গিয়ে অভিযোগ করছেন। গ্রাহকরা জানিয়েছেন তারা কল করতে ও মোবাইল ডেটা ব্যবহার করতে সমস্যায় পড়ছেন। যদিও Reliance Jio-র তরফে এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট, DownDetector এর রিপোর্ট অনুযায়ী, আজ সন্ধ্যা ৮:০৬ নাগাদ থেকে সমস্যা শুরু হয়‌। ওয়েবসাইট থেকে জানা গেছে, ৬৬ শতাংশ গ্রাহক সিগন্যাল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। যদিও Reliance Jio-র ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে কোনো অভিযোগ নেই।

এদিকে টুইটারে দেখা গেছে, চন্ডিগড়, হিমাচল প্রদেশের গ্রাহকরা বেশি পরিমাণ নেটওয়ার্ক সমস্যার কথা জানিয়েছেন। একজন ইউজার বলেছেন, তার ফোনে ফুল নেটওয়ার্ক দেখালেও কল করা যাচ্ছে না।

আসুন দেখে নেওয়া যাক, ইউজাররা টুইট করে কি কি সমস্যার কথা জানিয়েছেন।

আমরা যেইমাত্র Jio-র থেকে সমস্যা সংক্রান্ত কোনো আপডেট পাবো, আপনাদের সাথে শেয়ার করবো।