গাড়ির পর বাইক-স্কুটারের ব্যবসাতেও নজির, ভারতের মাটিতে 70 লক্ষ টু-হুইলার উৎপাদন করল Suzuki

সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বা এসএমআইপিএল (SMIPL) ভারতে ৭০ লক্ষ টু-হুইলার উৎপাদনের কথা ঘোষণা করল। ৭০ লক্ষতম মডেলটি সংস্থার গুরুগ্রামের কারখানায় নির্মিত হয়েছে। যেটি হল Yamaha-র স্পোর্টস অ্যাডভেঞ্চার টুরার বাইক V-Strom SX। এটি চ্যাম্পিয়ন ইয়োলো নম্বর ২ কালারের মডেল।

Suzuki ভারতে ৭০ লক্ষ তম বাইক তৈরি করে বের করল

নতুন মাইলফলক স্পর্শের প্রসঙ্গে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কেনিচি উমেদা বলেন, “আমরা ৭০ লক্ষ টু-হুইলার উৎপাদনের মাইলফলক স্পর্শ করতে পেরে আপ্লুত। ২০০৬-এর ফেব্রুয়ারি থেকে এদেশে কোম্পানি বাইক তৈরি করে আসছে।”

নতুন মাইলস্টোন স্পর্শের প্রসঙ্গে Suzuki-র বক্তব্য

উমেদা যোগ করেন, “এই মাইলফলক স্পর্শ ভারতে আমাদের প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করছে। ভবিষ্যতে আমরা এমন আরও মাইলস্টোন স্পর্শ করতে চাই। ২০২২-২৩ আর্থিকবর্ষে আমরা ৯.৩৮ লক্ষ টু-হুইলার বিক্রি করেছি। ফলে ২০২১-২২-এর তুলনায় যা ২৪.৩% বেশি।” এই সাফল্য অর্জনের জন্য তিনি সংস্থার সমস্ত গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, সহকারি সংস্থা এবং সমস্ত কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Suzuki-র ঝুলিতে বর্তমানে এই বাইক ও স্কুটারগুলি বর্তমান

বিগত ১৭ বছর ধরে ভারতে দু’চাকা গাড়ির ব্যবসা করে চলেছে সুজুকি। সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার ঝুলিতে বর্তমানে রয়েছে – V-Strom SX, Gixxer SF 250, Gixxer 250, Gixxer SF, Gixxer, Access 125, Avenis, Burgman Street এবং Burgman Street EX। এদিকে বড় বাইক হিসাবে সংস্থার পোর্টফোলিওতে উপস্থিত – Suzuki Hayabusa, V-Strom 650XT এবং Katana।