Jio, Airtel এর ঘুম ওড়াবে BSNL, আরও প্রায় 89 হাজার কোটি টাকা দিল কেন্দ্র

BSNL-কে দেওয়া প্যাকেজের মধ্যে রয়েছে ৭০০ মেগাহার্টজ ব্যান্ড স্পেকট্রামের জন্য বরাদ্দ প্রিমিয়াম ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি, যার মূল্য ৪৬,৩৩৮.৬ কোটি টাকা

সম্প্রতি রাষ্ট্র-চালিত টেলিকম কোম্পানি BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ৮৯,০৪৭ কোটি টাকা (১০.৭৯ বিলিয়ন ডলার) মূল্যের একটি পুনরুজ্জীবন প্যাকেজ অনুমোদন করেছে৷ এছাড়া BSNL এর অনুমোদিত মূলধন ১,৫০,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২,১০,০০০ কোটি টাকা করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়, বিএসএনএল-কে দেওয়া প্যাকেজের মধ্যে রয়েছে ৭০০ মেগাহার্টজ ব্যান্ড স্পেকট্রামের জন্য বরাদ্দ প্রিমিয়াম ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি, যার মূল্য ৪৬,৩৩৮.৬ কোটি টাকা। এছাড়া প্যাকেজটির কিছু অর্থ ৪জি এবং ৫জি স্পেকট্রামের জন্য বরাদ্দ করা হয়েছে।

উল্লেখ্য, সরকার প্রদত্ত এই প্যাকেজের মাধ্যমে ৭০০ মেগাহার্টজ, ৩৩০০ মেগাহার্টজ, ২৬ মেগাহার্টজ এবং ২৫৯৯ মেগাহার্টজ স্পেকট্রাম কেনা হবে, যার পরিমাণ যথাক্রমে ৪৬,৩৩৪.৬০ কোটি, ২৬,১৮৪.২০ কোটি, ৬,৫৬৪.৯৩ কোটি এবং ৯,৪২৮.২০ কোটি টাকা।

এর আগে ২০১৯ সালে, সরকার ৬৯,০০০ কোটি টাকার পুনরুজ্জীবন প্যাকেজ প্রদান করেছিল BSNL/MTNL ( মহানগর টেলিফোন নিগম লিমিটেড )-কে। তারপর মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ২০২২ সালে, কোম্পানিতে স্থিতিশীলতা আনতে ১.৬৪ লক্ষ কোটি টাকার দ্বিতীয় পুনরুজ্জীবন প্যাকেজ অনুমোদন করেছিলেন।

সরকারী তথ্য অনুসারে, এই প্যাকেজগুলি ২০২১-২০২২ অর্থবর্ষ থেকে বিএসএনএলকে অপারেটিং মুনাফা অর্জনে সহায়তা করেছে, এবং BSNL-এর মোট ঋণ ৩২,৯৪৪ কোটি টাকা থেকে ২২,২৮৯ কোটিতে কমে এসেছে।

ওই বৈঠকে আরো বলা হয়, এই পুনরুজ্জীবন প্যাকেজটি বিএসএনএল-কে ভারতের প্রত্যন্ত অঞ্চলে স্থিতিশীল টেলিকম পরিষেবা প্রদানকারী হিসাবে আবির্ভূত হতে সাহায্য করবে বলে আশা করছে কেন্দ্র।

সমগ্র দেশ জুড়ে 4G এবং 5G পরিষেবা চালু করার পরিকল্পনা করছে BSNL

কিছুদিন আগে BSNL সারা ভারতে 4G নেটওয়ার্ক স্থাপনের জন্য টাটা কনসালটেন্সি সার্ভিস ( TCS )-এর সাথে অংশীদারিত্ব করেছে। প্রসঙ্গত, BSNL এমন সময় 4G লঞ্চ করতে চলেছে, যে সময় BSNL-এর প্রতিদ্বন্দ্বীরা গ্রাহকদের ৫জি পরিষেবা দেওয়া শুরু করে দিয়েছে।

যাইহোক, দেরিতে হলেও BSNL এবার জানিয়েছে, তারা শীঘ্রই ভারত জুড়ে 4G এবং 5G পরিষেবা চালু করতে চলেছে। এই সরকারি টেলকো আরো বলেছে যে, তারা প্রত্যন্ত গ্রামেও 4G কভারেজ প্রসারিত করতে, ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (FWA) পরিষেবার মাধ্যমে উচ্চ-গতির ইন্টারনেট অফার করতে সক্ষম হবে।