৪ হাজার টাকা পর্যন্ত লাভ ওঠান, Samsung Galaxy Tab A8 আকর্ষণীয় অফারের সাথে কেনার সুযোগ

Samsung Galaxy Tab A8 ভারতে বিক্রির জন্য উপলব্ধ হল। গত সপ্তাহে এই ট্যাবলেটটি ভারতে লঞ্চ হয়েছিল। সেল অফার হিসেবে, নির্দিষ্ট ব্যাংক কার্ডের সাথে ২,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, Amazon, Reliance Digital Store ছাড়াও বিভিন্ন রিটেল স্টোর থেকে Samsung Galaxy Tab A8 কেনা যাবে। এই ট্যাবলেটে আছে ১০.৫ ইঞ্চি WUXGA টিএফটি ডিসপ্লে, ৭০৪০ এমএএইচ ব্যাটারি, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও অক্টাকোর ইউনিসক টি৬১৮ প্রসেসর।

Samsung Galaxy Tab A8 ভারতে দাম ও লঞ্চ অফার

ভারতে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮ এর ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ সহ আসা ওয়াই-ফাই ও ওয়াই-ফাই+এলটিই ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ১৭,৯৯৯ টাকা ও ২১,৯৯৯ টাকা। আবার এই দুই ভ্যারিয়েন্টের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ১৯,৯৯৯ টাকা ও ২৩,৯৯৯ টাকা।

অফারের কথা বললে ICICI ব্যাংকের কার্ড ব্যবহার করে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮ কিনলে ২,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। আবার এর নো কস্ট ইএমআই শুরু হবে ১,৭৭৭.৬৬ টাকা থেকে। এছাড়া মাত্র ৯৯৯ টাকায় পাওয়া যাবে ট্যাবলেটটির বুক কভার, যার আসল দাম ৪,৯৯৯ টাকা। এটি তিনটি কালার বিকল্পে এসেছে- গ্রে, সিলভার এবং পিঙ্ক।

Samsung Galaxy Tab A8 ট্যাবলেটের স্পেসিফিকেশন

শুরুতেই বলি, Samsung Galaxy Tab A8 দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে Wi-Fi, ও Wi-Fi+LTE। এই ট্যাবলেটে আছে ১০.৫ ইঞ্চি WUXGA (২০০০ x১২০০ পিক্সেল) টিএফটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৬:১০ এবং স্ক্রিন টু বডি রেশিও ৮০%। ট্যাবলেটটি অক্টাকোর ইউনিসক টি৬১৮ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে রয়েছে মালি জি৫২ এমপি২ জিপিইউ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy Tab A8-এ উপস্থিত ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ লাইট সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭০৪০ এমএএইচ ব্যাটারি। Samsung Galaxy Tab A8-এ পাওয়া যাবে মাল্টি লেয়ার প্রটেকশন সহ সংস্থার নক্স সিকিউরিটি প্ল্যাটফর্ম। আবার এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ কোয়াড স্টিরিও স্পিকার উপলব্ধ।

ট্যাবলেটটির কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে ৪জি লাইট, ওয়াইফাই ৮০২.১১এসি, ওয়াইফাই ডাইরেক্ট, ব্লুটুথ ৫ এলই, জিপিএস গ্লোনাস এবং ইউএসবি ২.০ টাইপ সি পোর্ট। পরিশেষে জানাই, ট্যাবলেটটির ওজন ৫০৮ গ্রাম এবং পরিমাপ ২৪৬.৮ x১৬১.৯ x৬.৯ এমএম।