Indian Post Fake SMS: পোস্ট অফিসে টাকা জমান? এই মেসেজ এলে ভুলেও ক্লিক করবেন না

ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক হল একটি সরকারী মালিকানাধীন ব্যাঙ্ক, যারা সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ঋণ, বীমা, বিনিয়োগের মত একাধিক পরিষেবা অফার করে

বর্তমানে প্রতারকরা মানুষের সাথে প্রতারণা করার জন্য কল, এসএমএস বা ইমেল ব্যবহার করছে। আর এই এসএমএস বা ইমেলকে বিশ্বাস করে প্রতিনিয়ত অনেক মানুষই নিজের সঞ্চিত অর্থ হারিয়ে ফেলছেন। সম্প্রতি, প্রতারকরা আবার একটি নতুন খবর প্রচার করা শুরু করেছে। তারা ব্যবহারকারীদের এসএমএস এবং মেলের মাধ্যমে জানাচ্ছে যে, প্যান কার্ড আপডেট না করলে তাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (Indian Post Payments Bank) অ্যাকাউন্ট ব্লক করা হবে। যদিও, PIB ফ্যাক্ট চেক এই খবরটি ভুয়ো বলে দাবি করেছে।

Indian Post Payments Bank কি?

ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক হল একটি সরকারী মালিকানাধীন ব্যাঙ্ক, যারা সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ঋণ, বীমা, বিনিয়োগের মত একাধিক পরিষেবা অফার করে। এছাড়াও, পোস্ট অফিসে সেভিং স্কিম সহ আরও অনেক পরিষেবাও পাওয়া যায়।

ভুয়ো খবরটি কি?

ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক-এর ব্যবহারকারীদের যে মেসেজটি পাঠানো হচ্ছে সেখানে বলা হচ্ছে, “প্রিয় ব্যবহারকারী, আজ আপনার ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। অনুগ্রহ করে অবিলম্বে আপনার প্যান কার্ড আপডেট করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন- http://surl.li/iccpf।”।

পিআইবি ফ্যাক্ট চেক নিশ্চিত করেছে যে, এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো। কারণ, ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক কখনও কোনো ব্যবহারকারীকে এই ধরনের মেসেজ পাঠায় না। এছাড়াও, ফ্যাক্ট চেক বডি পরামর্শ দিয়েছে যে, ব্যবহারকারীরা কখনো কারোর সাথে নিজের ব্যক্তিগত এবং ব্যাঙ্কের ডিটেলস যেন শেয়ার না করেন।

আপনি যদি এই ধরনের মেসেজ পান তাহলে আপনার কি করা উচিত?

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডাররা যদি এই ধরনের মেসেজ পান, তাহলে প্রাপ্ত মেসেজে প্রদত্ত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। আর এই বিষয়ে বিস্তারিত জানতে সংস্থাটির অফিসিয়াল প্রক্রিয়াগুলি অনুসরণ করুন অথবা ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের নিকটতম শাখায় যোগাযোগ করুন।