Lava Blaze Pro 5G: রেডমি-রিয়েলমির ঘুম ছোটাবে লাভার সস্তা 5G ফোন, লঞ্চের তারিখ, দাম প্রকাশ্যে

সম্প্রতি এক রিপোর্টে লাভা (Lava), মাইক্রোম্যাক্স (Micromax) এবং কার্বন (Karbonn)-এর মতো ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলি এদেশের বাজারে বড়ভাবে প্রত্যাবর্তন করার পরিকল্পনা করছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল৷ যাদের মধ্যে লাভা হালে বিভিন্ন মডেল লঞ্চ করে দেশের স্মার্টফোন মার্কেটে সামান্য হলেও প্রভাব ফেলতে পেরেছে। এবার লাভা মোবাইলের প্রেসিডেন্ট সুনীল রায়না Lava Blaze Pro 5G স্মার্টফোনের লঞ্চের জন্য টিজার প্রকাশ করতে শুরু করেছেন।

ফোনটি গতবছর সেপ্টেম্বরে MediaTek Helio G37 প্রসেসরের সাথে লঞ্চ হওয়া Blaze Pro-এর উত্তরসূরি হবে। আপকামিং Lava Blaze Pro 5G-কে নিঃশব্দে ভারতে লাভার ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। আসুন এখনও পর্যন্ত এই আপকামিং লাভা ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Lava Blaze Pro 5G-এর প্রত্যাশিত মূল্য এবং স্পেসিফিকেশন

লাভা মোবাইলের প্রেসিডেন্ট সুনীল রায়না এক্স (আগে টুইটার নামে পরিচিত)-এর পোস্টে বলেছেন যে, কম মূল্যের লাভা ব্লেজ ৫জি বহু ভারতীয় ক্রেতার হাতের লাগালে ৫জি কানেক্টিভিটিকে এনেছে। রায়না যোগ করেছেন যে, লাভা শীঘ্রই ভারতে ব্লেজ ৫জি স্মার্টফোনের উত্তরসূরি লঞ্চ করবে। উৎসবের মরশুমে লাভা ব্লেজ প্রো ৫জি বাজারে আনতে চলেছে।

এর পাশাপাশি, রায়না ইঙ্গিত দিয়েছেন, উৎসবের মরশুমে একাধিক স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। তিনি নিশ্চিত করেছেন, ব্লেজ প্রো ৫জি-কেও সাশ্রয়ী মূল্যে লঞ্চ করা হবে, যা বেশিরভাগ গ্রাহকের কাছে সহজলভ্য হবে। তবে কোনও স্পেসিফিকেশন বা লঞ্চের তারিখ অফিশিয়ালি প্রকাশ করা হয়নি সংস্থার তরফে।

এদিকে, টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে Lava Blaze Pro 5G চলতি মাসের শেষের দিকে লঞ্চ করা হবে। টিপস্টারের দাবি, ফোনটি MediaTek Dimensity 6020 প্রসেসরে চলবে। ৭ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এই চিপে ২.২ গিগাহার্টজে রান করা দুটি কর্টেক্স-এ৭৬ কোর, ২.০ গিগাহার্টজে ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর এবং Mali-G57 MC2 জিপিইউ যুক্ত রয়েছে।

এছাড়াও টিপস্টার বলেছেন যে, Blaze Pro 5G-এর দাম ১৫,০০০ টাকার কম হবে। তার মতে, লাভা স্মার্টফোনটিকে একটি নতুন কালার অপশনে লঞ্চ করবে। টিপস্টার দ্বারা শেয়ার করা ছবিটি নিশ্চিত করেছে যে, ডিভাইসটিতে একটি এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর অবস্থান করবে। এই সেন্সরটি সম্ভবত ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের সাথে যুক্ত থাকবে। এছাড়াও ছবি অনুযায়ী, Lava Blaze Pro 5G-এর বাম দিকে সিম কার্ড ট্রে-টি অবস্থান করবে। পাওয়ার বাটন এবং ভলিউম রকার ডানদিকে উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড Lava Blaze 5G-তে ১,৬০০ × ৭২০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটিতে MediaTek Dimensity 700 প্রসেসরটি রয়েছে, যা একটি ৭ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত। ফটোগ্রাফির জন্য, এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে৷ আর পাওয়ার ব্যাকআপের জন্য, Lava Blaze 5G-এ ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।