Redmi Note 12 Pro 5G নাকি OnePlus Nord CE 3 5G, মিড রেঞ্জে দুই সেরা ফোনের মধ্যে কোনটি কেনা লাভজনক

OnePlus Nord CE 3 5G এবং Redmi Note 12 Pro 5G ফোনের মধ্যে কে এগিয়ে দেখে নিন

আপনারা যারা ৩০,০০০ টাকার মধ্যে একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, এই প্রতিবেদন তাদের জন্য। আজ আমরা মিড-রেঞ্জের অধীনে আসা এমন দুটি স্মার্টফোনের মধ্যে তুলনা করবো, যেগুলি লঞ্চ-পরবর্তী সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমরা কথা বলছি OnePlus Nord CE 3 5G এবং Redmi Note 12 Pro 5G মডেলের প্রসঙ্গে। উভয় মডেলেই – FHD+ AMOLED ডিসপ্লে, ১২ জিবি পর্যন্ত র‍্যাম, সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বিদ্যমান। যদিও বেশ কয়েকটি বিভাগে তারতম্য লক্ষণীয়। যে কারণে আলোচ্য ডিভাইস দুটির মধ্যে কোনটি সেরা? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা OnePlus এবং Redmi ব্র্যান্ডিংয়ের এই দুটি স্মার্টফোনের মধ্যে দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।

OnePlus Nord CE 3 5G vs Redmi Note 12 Pro 5G : দাম

ভারতের বাজারে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস অপশনের দাম থাকছে ২৬,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ আসা টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৮,৯৯৯ টাকা। এটি – অ্যাকোয়া সার্জ এবং গ্রে শিমার কালার বিকল্পে উপলব্ধ।

এদেশে রেডমি নোট ১২ প্রো ৫জি মডেলের দাম শুরু হচ্ছে ২১,৯৯৯ টাকা থেকে। এই দাম ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। এছাড়া ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে ২৩,৯৯৯ টাকা এবং ২৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটিকে – ফ্রস্টেড ব্লু (স্কাই ব্লু), অনিক্স ব্ল্যাক (মিডনাইট ব্ল্যাক), পোলার হোয়াইট এবং স্টারডাস্ট পার্পেল কালারে পাওয়া যাবে।

OnePlus Nord CE 3 5G vs Redmi Note 12 Pro 5G : ডিসপ্লে, সেন্সর

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৯৫০ নিট পিক ব্রাইটনেস, ২০:৯ এসপেক্ট রেশিও, ৯৩.৪% স্ক্রিন-টু-বডি রেশিও, ১০-বিট কালার গ্যামেট এবং HDR10+ প্রযুক্তি সাপোর্ট করে। তদুপরি সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৯০০ নিট পিক ব্রাইটনেস, DCI-P3 কালার গ্যামট, HRD10+,ডলবি ভিশন এবং ওয়াইডভাইন এল১ প্রযুক্তি সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।

OnePlus Nord CE 3 5G vs Redmi Note 12 Pro 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর এবং অ্যাড্রেনো ৬৪২এল জিপিইউ উপস্থিত। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩.১ কাস্টম স্কিনে রান করে। আবার স্টোরেজ হিসাবে উক্ত ডিভাইসে ১২ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS 3.1 রম মিলবে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনে ২.৬ গিগাহার্টজ ক্লক রেট চালিত মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর এবং এআরএম মালি-জি৬৮ এমসি৪ জিপিইউ ব্যবহার করা হয়েছে। আবার স্টোরেজ হিসাবে ডিভাইসে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। জানিয়ে রাখি, লঞ্চকালীন সময়ে এই ফোন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনের সাথে প্রি-লোডেড হয়ে এসেছিল। কিন্তু সম্প্রতি ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস আপডেট পেয়েছে।

OnePlus Nord CE 3 5G vs Redmi Note 12 Pro 5G : ক্যামেরা সেটআপ

ফটো ও ভিডিওগ্রাফির জন্য OnePlus Nord CE 3 5G স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, OIS PDAF প্রযুক্তি ও এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার ডিভাইসের সামনে এফ/২.৪ অ্যাপারচার যুক্ত ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়।

ক্যামেরা বিভাগের কথা বললে, Redmi Note 12 Pro 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ যুক্ত ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

OnePlus Nord CE 3 5G vs Redmi Note 12 Pro 5G : ব্যাটারি, কানেক্টিভিটি বিকল্প

কানেক্টিভিটি অপশন হিসাবে OnePlus Nord CE 3 5G ফোনে সামিল থাকছে – 5G SA/NSA, 4G VoLTE, ডুয়াল-সিম কার্ড স্লট, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এনএফসি, জিপিএস / এ-জিপিএস, বিডিএস, গ্লোনাস, গ্যালিলিও, কিউজেডএসএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট৷ পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটির জন্য Redmi Note 12 Pro 5G স্মার্টফোনে – ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/এন/এসি/৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, গ্লোনাস, বিডিএস, গ্যালিলিও, কিউজেডএসএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট অন্তর্ভুক্ত। এছাড়া আলোচ্য ডিভাইসে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ৪৬ মিনিটের মধ্যে ডিভাইসকে ১০০% চার্জ করতে সমর্থ।

OnePlus Nord CE 3 5G vs Redmi Note 12 Pro 5G : পরিমাপ

OnePlus Nord CE 3 5G স্মার্টফোনের পরিমাপ ১৬২.৭x৭৫.৫x৮.২ মিমি এবং ওজন ১৮৪ গ্রাম।

Redmi Note 12 Pro 5G স্মার্টফোনের পরিমাপ ১৬৩x৭৬x৮ মিমি এবং ওজন ১৮৭ গ্রাম।