Samsung Galaxy A52s 5G নতুন Awesome Mint কালারে লঞ্চ হল, দাম জেনে নিন

Samsung Galaxy A52s 5G নতুন কালারে ভারতে লঞ্চ হল। গত মাসে Galaxy A সিরিজের দ্বিতীয় এই ফোনটি এদেশে এসেছিল। তখন থেকে এই 5G ফোনটি অওসম হোয়াইট, অওসম ভায়োলেট ও অওসম ব্ল্যাক কালারে বেছে নেওয়া যেওয়া যাচ্ছিল। তবে এখন Samsung Galaxy A52s 5G অওসম মিন্ট (Awesome Mint) কালারে পাওয়া যাবে। যদিও কেবল ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট কিনলেই নতুন এই কালার অপশন অফার করছে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি। অর্থাৎ ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট আগের মতোই তিনটি কালারে উপলব্ধ।

Samsung Galaxy A52s 5G দাম ও ব্যাংক অফার

স্যামসাং গ্যালাক্সি এম৫২ এস ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। আবার ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা।

লঞ্চ অফারে ICICI ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড হোল্ডারদের ৬,০০০ টাকা ছাড় দেওয়া হবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে পাওয়া যাবে ৬,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট।

Samsung Galaxy A52s স্পেসিফিকেশন, ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি এসেছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার-অ্যামোলেড ইনফিনিটি O ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। ফোনটি ৬/৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি ফোনের স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩ কাস্টম ওস-এ চলবে।

Samsung Galaxy A52s 5G দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেবে। কারণ এই ফোনে দেওয়া হয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার ক্যামেরার কথা বললে, এই ফোনে উপস্থিত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং এফ ২.৪ অ্যাপারচারযুক্ত ৫ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে IP67 রেটিং, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সিকিউরিটির জন্য Samsung Knox, প্রভৃতি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন