প্রথম সেলে কিনুন Infinix Hot 40i, মাত্র 10 হাজার টাকায় 256 জিবি মেমোরি সহ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Infinix Hot 40i দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। আর ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা।

Infinix Hot 40i স্মার্টফোন কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল। এটি বাজেট রেঞ্জের প্রথম স্মার্টফোন, যেখানে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে আজ (অর্থাৎ ২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এর সেল শুরু হবে। Infinix Hot 40i ফোনটি পাম ব্লু, স্টারফল গ্রিন, হরাইজন গোল্ড এবং স্টারলিট ব্ল্যাক কালারে পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম, সেল অফার ও ফিচার সম্পর্কে।

Infinix Hot 40i এর দাম এবং অফার 

Infinix Hot 40i দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। আর ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা। প্রথম সেল অফারে সংস্থাটি পুরানো ফোন এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় দিচ্ছে। সাথে রয়েছে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার।

Infinix Hot 40i এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স হট ৪০আই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চি HD+ পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এতে আছে আইপি৫৩ রেটিং। এদিকে এই ডিভাইসে বেশ কয়েকটি স্মার্ট ফিচার উপস্থিত, যেমন ফেস আনলকের জন্য ম্যাজিক রিং, ব্যাকগ্রাউন্ড কল, চার্জিং অ্যানিমেশন, চার্জ রিমাইন্ডার এবং কম ব্যাটারি রিমাইন্ডার। পারফরম্যান্সের জন্য এতে ইউনিএসওসি টি৬০৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

ক্যামেরা সেটআপের কথা বললে, ইনফিনিক্স হট ৪০আই ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা বর্তমান। আর সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্রিস্টাল ক্লিয়ার সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩ কাস্টম স্কিনে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।