ডিসপ্লে নিয়ে অভিযোগ করতে দেবে না Oppo, নয়া ফোনে দিচ্ছে OLED প্যানেল, আর কী চমক

ক’দিন আগেই PJG110 মডেল নম্বর সহ একটি নতুন ওপ্পো (Oppo) ফোন চীনের টেনা (TENAA)-র ছাড়পত্র পেয়েছে। ওই সার্টিফিকেশন সাইট থেকে ফোনটির ছবি প্রকাশ এলেও অফিশিয়াল নাম বা স্পেসিফিকেশন জানা যায়নি। তবে এক টিপস্টারের দাবি করেছেন, Oppo PJG110 চীনে Oppo A2 নামে লঞ্চ হবে। একই সাথে তিনি ফোনটির কিছু বৈশিষ্ট্যও প্রকাশ করেছে।

Oppo A2-এর ফিচার প্রকাশ্যে এল

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, ওপ্পো এ২ ফোনটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লের সাথে আসবে। এটি ওলেড (OLED) প্যানেল হবে, যা ১,০৮০ x ২,৪১২ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করে। ডিজাইনের দিক থেকে, ওপ্পো এ২ ফ্ল্যাগশিপ লুক অফার করতে পারে, কারণ এতে কার্ভড-এজ ডিসপ্লে থাকবে। ডিভাইসটি নতুন প্রাইমারি ক্যামেরা এবং বড় ব্যাটারির সাথে আসবে।

এদিকে টেনা ডেটাবেসে প্রকাশিত ওপ্পো এ২-এর ছবিগুলি প্রকাশ করেছে যে, এতে বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউল থাকবে। মনে করা হচ্ছে যে, ফোনটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দ্বারা সজ্জিত হবে। এ২ মডেলটি গত এপ্রিলে আত্মপ্রকাশ করা ওপ্পো এ১-এর উত্তরসূরি হবে। ওপ্পো এ২ টেনা কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার ফলে আগস্ট মাসে চীনে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

জানিয়ে রাখি, Oppo A1-এ ৬.৭২ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিনে রান করে। এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত রয়েছে।

Qualcomm Snapdragon 695 চিপসেট সহ এসেছে Oppo A1। যা ৮ জিবি / ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ফোনটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। এছাড়াও, Oppo A1-এ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের + ২ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম উপস্থিত রয়েছে।