গুগলের স্টেবেল ভার্সন রিলিজের আগেই Samsung আনছে Android 12 ভিত্তিক OneUI 4.0 বিটা বিল্ড

গুগল (Google) সেপ্টেম্বরের মধ্যেই অ্যান্ড্রয়েড ১২ (Android 12)-এর স্টেবেল ভার্সন রিলিজ করবে বলে শোনা যাচ্ছে। গুগলের ‘অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স’ (ওইএম) পার্টনার বা যে সব সংস্থা তাদের ফোনে গুগলের অপারেটিং সিস্টেম ব্যবহার করে, তারাও একই সময়ে অ্যান্ড্রয়েড ১২-এর উপর ভিত্তি করে নতুন কাস্টম স্কিনের ঘোষণা করবে। তবে রিপোর্ট অনুযায়ী, তার এক মাস আগে অর্থাৎ আগস্টেই স্যামসাং অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.০ (One UI 4.0)-এর বিটা ভার্সন রোলআউট করতে চলেছে।

Samsung রিলিজ করছে Android 12 বেসড One UI 4.0 বিটা বিল্ড

স্যামসাং মেম্বারদের কমিউনিটি ফোরামে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে, শীঘ্রই দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্টটি গ্যালাক্সি এস২১ সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.০ বিটা রিলিজ করবে। কিন্তু রোলআউটের দিনক্ষণ সেই পোস্টে উল্লেখ ছিল না।

তবে টুইটারে Chun নামে পরিচিত এক টিপস্টার দাবি করেছেন, কবে গ্যালাক্সি এস২১ সিরিজের জন্য অ্যান্ড্রয়েড বিটা বিল্ড উপলব্ধ হবে, সেই বিষয়ে তার কাছে আগাম খবর রয়েছে। তার মতে, আগস্টে ওয়ান ইউআই ৪.০ বিটা ওই ফোনগুলিতে রোলআউট করা হবে।

প্রসঙ্গত, শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারকদের মধ্যে একমাত্র স্যামসাং অ্যান্ড্রয়েডের অফিসিয়াল বিটা প্রোগ্রামে অংশগ্রহণ করে না। পরিবর্তে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের স্টেবেল রিলিজের এক বা দুই মাস পর নিজস্ব প্রোগ্রাম নিয়ে হাজির হয় তারা। যদি Chun-এর কাছ থেকে পাওয়া খবরটি সত্যি হয়ে থাকে, তাহলে ইতিহাসে এই প্রথম গুগলের স্টেবেল রিলিজের আগেই স্যামসাং তাদের মোবাইল সফটওয়্যারের বিটা প্রোগ্রাম চালু করে দেবে। ফলস্বরূপ, নভেম্বরের মধ্যে গ্যালাক্সি এস২১ সিরিজে অ্যান্ড্রয়েড ১২ স্টেবেল ভার্সন চলে আসবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন