এক চার্জেই ৭৫ কিমি পার, সাধ্যের মধ্যে Axis ও Ride ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল EVTRIC

কম খরচে যাতায়াতের এখন অন্যতম মাধ্যম হয়ে উঠছে ব্যাটারি চালিত স্কুটার। জ্বালানির যা দাম, তাতে অনেকেই ঝুঁকছেন ইলেকট্রিক টু-হুইলারের দিকে। সেইসব গ্রাহকদের কথা মাথায় রেখে দু’টি নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল ইলেকট্রিক ভেহিকল স্টার্টআপ ইভিট্রিক (EVTRIC)। অ্যাক্সিস (Axis) এবং রাইড (Ride) মডেলের দু’টি কমগতি সম্পন্ন ই-স্কুটার বা বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করেছে তারা।

EVTRIC Axis ও EVTRIC Ride স্পেসিফিকেশন, ফিচার

ইভিট্রিকের অ্যাক্সিস ও রাইডে রিমুভেবল ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। ফলে স্কুটার থেকে ব্যাটারি খুলে ঘরেই চার্জ দেওয়া যাবে। ব্যাটারির উপর দেওয়া হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি। এক বার ব্যাটারি ফুল চার্জ করলেই স্কুটারগুলি চলবে ৭৫ কিলোমিটার। টপ স্পিড ২৫ কিলোমিটার/ঘন্টা। লো স্পিড স্কুটার হওয়ার ফলে ড্রাইভিং লাইসেন্সের দরকার পড়বে না। লোড ক্যাপাসিটির কথা ভেবে ইলেকট্রিক স্কুটারে কেনা থেকে অনেকেই পিছিয়ে আসেন। তবে ইভিট্রিক অ্যাক্সিস ও ইভিট্রিক রাইডের ক্ষেত্রে সে সব চিন্তা নেই৷ সর্বোচ্চ ১৫০ কেজি লোড নিতে পারবে এরা।

EVTRIC-এর Axis ও Ride ই-স্কুটারের বিশেষ ফিচারের মধ্যে রয়েছে এলইডি হেডল্যাম্প, রোবোটিক ওয়েল্ডিং চেসিস, সাইড স্ট্যান্ড, সেন্সর, ১২ ইঞ্চি টিউবলেস টায়ার, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এবং রিভার্স পার্ক অ্যাসিস্ট।

EVTRIC Axis ও EVTRIC Ride দাম, কালার অপশন

ইভিট্রিক অ্যাক্সিসের মূল্য ৬৪,৯৯৪ টাকা। আর রাইডের দাম ৬৭,৯৯৬ টাকা। (এক্স-শোরুম)৷ অ্যাক্সিস মার্কারি হোয়াইট, পার্সিয়ান রেড, লেমন ইয়েলো, এবং এম্পেরোর গ্রে কালার অপশনে এসেছে। অন্যদিকে, রাইড ই-স্কুটারটি ডিপ সেরুলিয়ান ব্লু, পার্সিয়ান রেড, সিলভার, নোবেল গ্রে, এবং মার্কারি হোয়াইট কালারে বেছে নেওয়া যাবে।

প্রথম পর্যায়ে, দিল্লি, গুরুগ্রাম, পুনে, ঔরঙ্গাবাদ, বেঙ্গালুরু, তিরুপতি এবং হায়দরাবাদে স্কুটারগুলি উপলব্ধ হবে। তবে পরবর্তী ছ’মাসের মধ্যে ভারতের ২৮টি রাজ্যে ডিলারশিপ চালু করার ব্যাপারে আশাবাদী তারা। ২০২১-২২ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গ-সহ আরও ১৩টি রাজ্যে পা রাখার কথা ভাবছে ইভিট্রিক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন