WhatsApp ইউজারদের জন্য সুখবর, শীঘ্রই নোটিফিকেশনের সাথে দেখা যাবে প্রোফাইল পিকচার

চিরাচরিত রীতি অনুযায়ী নতুন বছরেও বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) নিত্যনতুন ফিচার রোলআউট করার ধারা অব্যাহত রেখেছে। Meta মালিকানাধীন এই সংস্থাটি iOS ভিত্তিক WhatsApp ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে, যা এই বছরে সংস্থার তরফ থেকে আনা প্রথম ফিচার হবে। এই ফিচারের সুবাদে ব্যবহারকারীরা প্রোফাইল পিকচার সহ নোটিফিকেশন পাবেন।

WhatsApp নোটিফিকেশনের সাথে দেখা যাবে প্রোফাইল পিকচার

আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে, এই ফিচারের সুবিধাটা কী হবে? আসলে এখন আমরা কোনো নোটিফিকেশনে শুধুমাত্র যে মেসেজ পাঠাচ্ছে তার নাম দেখতে পাই। কিন্তু এমন অনেক সময়ই হয়ে থাকে যে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্টে একই নামের অনেক ব্যক্তি অন্তর্ভুক্ত থাকে যাদের সকলেই হয়তো আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ নয়। আর কোনো ব্যক্তি যদি ততটা গুরুত্বপূর্ণ না হয়, তাহলে তার পাঠানো মেসেজ খামোখা তাড়াহুড়ো করে দেখারই বা প্রয়োজন পড়বে কেন? তাই এখন নোটিফিকেশনে শুধু নাম দেখা যাওয়ায় কে ওই মেসেজটি পাঠিয়েছে তা খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি না। ফলে অনেক সময় খুব নিকট কারোর মেসেজ তৎক্ষণাৎ দেখা এবং সাথে সাথে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না। ফলস্বরূপ সংশ্লিষ্ট নিকটাত্মীয়টিও অনেক সময় মনক্ষুণ্ণ হয়ে থাকে।

কিন্তু এই ফিচারটি রোলআউট হলে যদি সেন্ডারের প্রোফাইল পিকচার দেখা যায়, তাহলে তড়িঘড়ি প্রিয়জনদের মেসেজ ইউজাররা দেখে নিতে পারবেন, এবং প্রয়োজনে তৎক্ষণাৎ রিপ্লাই দিয়ে তাকে খুশিও করতে পারবেন। তবে জানা গেছে যে, ফিচারটি বর্তমানে Android ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে না। তবে iOS প্ল্যাটফর্মে আসার পরপরই Android ব্যবহারকারীদের জন্যও প্রোফাইল পিকচার মোড রোলআউট হবে বলে আশা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, এখন iOS ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ এই ফিচারটি বিটা ভার্সনে টেস্ট করছে। তবে এই ফিচারটি স্টেবল ভার্সনে কবে আসবে সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, WhatsApp অ্যাপ্লিকেশনটিতে জুড়তে চলেছে কমিউনিটি ফিচার (Community Feature), যার ওপর সংস্থাটি এখন কাজ চালিয়ে যাচ্ছে। আসন্ন এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা কমিউনিটি তৈরি করতে পারবেন। কমিউনিটি তৈরি করার পরে, ইউজাররা একটি গ্রুপ তৈরি করতে পারেন বা ১০ টি বিদ্যমান WhatsApp গ্রুপ একসাথে লিঙ্ক করতে পারেন। এছাড়াও বিশেষ “Announcement” সেকশন থাকবে, যা কেবলমাত্র অ্যাডমিনরা অ্যাক্সেস করতে সক্ষম হবেন। “Announcement” বিকল্পটি ব্যবহার করে, গ্রুপ অ্যাডমিনরা একটি কমিউনিটির সাথে সংযুক্ত সমস্ত গ্রুপে একটি মেসেজ শেয়ার করতে পারবেন। যদিও WhatsApp, Android ভার্সনের জন্যও এই ফিচারটি টেস্ট করছে বলে শোনা গেছে, তবে সর্বপ্রথম এটি iOS ব্যবহারকারীদের কাছেই উপলব্ধ হবে।