১১ হাজার টাকার কমে কিনুন Vivo -র ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন, ফ্লিপকার্টে দুর্দান্ত অফার

নতুন ফোন কিনতে চাইলে আপনার জন্য সুখবর। কারণ ফ্লিপকার্ট নিয়ে এসেছে ব্ল্যাক ফ্রাইডে সেল (Flipkart Black Friday Sale)। এই সেলে আপনি বিভিন্ন রেঞ্জের ফোনের উপর দুর্দান্ত ডিল পাবেন। তাই আপনি যদি বাজেট রেঞ্জের স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে Vivo T1x আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। এই ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৬,৯৯০ টাকা। তবে একে এখন ১১,৯৯০ টাকায় কেনা যাবে। এছাড়া SBI ব্যাংকের কার্ড ব্যবহার করলে হাজার টাকা ডিসকাউন্ট মিলবে। শুধু তাই নয়, Vivo T1x এর উপর ১১,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।

ফিচারের কথা বললে, ভিভো টি১এক্স ৪জি ফোনের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯০.৬% স্ক্রিন-টু-বডি রেশিওর সাথে ৬.৫৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) IPS LCD টিয়ারড্রপ নচ ডিসপ্লে দেখা যাবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত।

এছাড়া ভিভো টি১এক্স ৪জি ফোনের পিছনে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

পারফরম্যান্সের জন্য Vivo T1x ফোনে ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিনে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য এচে আছে একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

সিকিউরিটির জন্য এতে ফেস আনলক এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, ডুয়েল সিম স্লট, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *