Motorola Razr 22: স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল নতুন ফোল্ডেবল ফোন

জনপ্রিয় টেক ব্র্যান্ড মোটোরোলা অবশেষে আজ (২৫ অক্টোবর) তাদের নতুন Motorola Razr 22 হ্যান্ডসেটটি ইউরোপের মার্কেটে উন্মোচন করেছে। প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে চীনে ডিভাইসটি প্রাথমিকভাবে লঞ্চ করা হয়। পূর্বে প্রকাশিত Razr মডেলগুলির থেকে ভিন্ন এই ২০২২ সংস্করণটি ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশনে পরিপূর্ণ। বিশ্ববাজারে উন্মোচিত Razr 22-এ পি-ওলেড প্রাইমারি ডিসপ্লে, ওলেড কুইক ভিউ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সর এবং ৩,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। চলুন নবাগত Motorola Razr 22-এর ইউরোপীয় মূল্য এবং সকল স্পেসিফিকেশনগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ইউরোপে মোটোরোলা রজার ২২-এর দাম – Motorola Razr 22 Price in Europe

গ্লোবাল মার্কেটে মোটোরোলা রজার ২২-এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১,১৯৯ ইউরো (প্রায় ৯৮,৫০০ টাকা)। আজ থেকেই এটি ইউরোপে শুধুমাত্র স্যাটিন ব্ল্যাক কালারে কেনার জন্য উপলব্ধ রয়েছে।

মোটোরোলা রেজার ২২-এর স্পেসিফিকেশন – Motorola Razr 22 Specifications

ইউরোপে লঞ্চ হওয়া মোটোরোলা রজার ২২ হল সেই একই ডিভাইস যা চীনে গত আগস্টে মাসে উন্মোচিত হয়েছিল। এতে ৬.৭ ইঞ্চির পি-ওলেড (P-OLED) ডিসপ্লে রয়েছে, যা ফোল্ড করা যায়। এই ডিসপ্লেটি ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এছাড়াও, এটি এইচডিআর১০+ এবং ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামট সাপোর্ট করে। আবার, ডিভাইসটির ব্যাক প্যানেলে রয়েছে ২.৭ ইঞ্চির ওলেড (OLED) কুইক ভিউ ডিসপ্লে। মোটোরোলা রজার ২২ ফ্লেক্স ভিউ সাপোর্ট করে, যার অর্থ হ্যান্ডস-ফ্রি ব্যবহারের জন্য এবং ফটো তোলার সময় এটিকে বিল্ট-ইন ট্রাইপড হিসাবে ব্যবহারের জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে ফোল্ড করা যেতে পারে। ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। মোটোরোলা রজার ২২ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইইউএক্স (MyUX) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Motorola Razr 22-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে, একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। লো লাইট অবস্থায় ভালো শট নেওয়ার জন্য প্রাইমারি ক্যামেরাটি মোটোরোলার আল্ট্রা পিক্সেল প্রযুক্তি সাপোর্ট করে। Razr 22 ৮কে (8K) ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, Razr 22 ৩,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ৩০ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে৷ এই ফোল্ডেবল ফোনে নিরাপত্তার জন্য একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত রয়েছে। সবশেষে, ৫জি-সক্ষম এই ডিভাইসটি ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস এবং এনএফসি-এর মত কানেক্টিভিটি অপশনগুলি অফার করে।